জম্মু ও কাশ্মীর: কিশতওয়ারে ফের শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। বুধবার সকালে চাটরু অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে (J&K Encounter) এক ভারতীয় প্যারাট্রুপার গুরুতরভাবে আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে উধমপুরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, আহত জওয়ানের অবস্থা আপাতত স্থিতিশীল।
জানা গেছে, জম্মু ও কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার একটি যৌথ দল বুধবার ভোররাতে অভিযানে নামে। গোপন সূত্রে খবর পাওয়া যায়, চাটরু এলাকার ঘন বনভূমিতে কয়েকজন সশস্ত্র জঙ্গি আত্মগোপন করেছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। কিন্তু বাহিনী সন্দেহজনক এলাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই জঙ্গিরা গুলি চালায়, ফলে শুরু হয় প্রবল সংঘর্ষ।
প্রাথমিক পর্যায়ে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। সেনার পক্ষ থেকে পাল্টা গুলি চালানো হলে দু’পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধরে লড়াই চলে। সেই লড়াইয়ের মধ্যেই এক প্যারাট্রুপার গুলিবিদ্ধ হন। আহত জওয়ানকে সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে উধমপুরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, “আমরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেছিলাম। এলাকায় অন্তত দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আমাদের ধারণা। তাদের শনাক্ত করার কাজ চলছে।”
চাটরু অঞ্চলটি কিশতওয়ার জেলার পাহাড়ি ও দুর্গম এলাকা, যেখানে জঙ্গিরা প্রায়ই লুকিয়ে থাকে বলে জানা যায়। সাম্প্রতিক কয়েক মাসে এই অঞ্চলে একাধিক ছোটখাটো জঙ্গি কার্যকলাপের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ওই জঙ্গিদের মধ্যে কিছু পাকিস্তান-ভিত্তিক সংগঠনের সদস্যও থাকতে পারে।
সূত্রের আরও দাবি, এই অভিযান শুরু হওয়ার পর থেকেই পুরো এলাকায় কড়া নজরদারি চলছে। সেনা ও পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে জঙ্গিরা পালাতে না পারে। স্থানীয় প্রশাসন মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং অভিযানের কাজ শেষ না হওয়া পর্যন্ত চাটরু অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। এই এলাকা জম্মু ও কাশ্মীর উপত্যকার মধ্যে সংযোগকারী পথের কাছাকাছি হওয়ায় জঙ্গিরা প্রায়ই এখানে সক্রিয় থাকার চেষ্টা করে। সেনা ও প্রশাসন তাই এই অঞ্চলে টহল ও নজরদারি বাড়িয়েছে।
সেনা সূত্রে খবর, অভিযান এখনও চলছে এবং গোটা এলাকায় সতর্কতা জারি রয়েছে। যে কোনও সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় অতিরিক্ত বাহিনী রাখা হয়েছে। জঙ্গিদের দমন ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় সেনা ও পুলিশ একযোগে অভিযান চালাচ্ছে। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ না শেষ জঙ্গিটিও নিষ্ক্রিয় হয়, ততক্ষণ অভিযান জারি থাকবে।


