J&K: কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ঘিরে তীব্র গুলির লড়াইয়ে একাধিক সেনা কর্মী নিহত

রাজৌরিতে সেনা অভিযানে কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

সেনাবাহিনী, আধাসামরিক এবং জম্মু ও কাশ্মীর (J&K) পুলিশের সম্মিলিত বাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালীন সময়ে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় আরও একজন সেনার মৃত্যু হল। এনকাউন্টারে পাঁচজন সেনা সদস্য নিহত। দুই লস্কর-ই-তৈবা জঙ্গি খতম।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজৌরির ঘন জঙ্গলে সেনাবাহিনী বুধবার থেকে তল্লাশি শুরু করে। সেই সময় জঙ্গিরা গুলি চালাতে থাকে। সংঘর্ষ শুরু হয়।  দুপক্ষের গুলির লড়াউয়ে এক ক্যাপ্টেন এবং দুই জওয়ান মারা যান। দুজন আহত হয়। সেনাবাহিনী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ জানিয়েছে জঙ্গিদের ঘেরাও করা হয়েছে।   ভারত ও পাকিস্তানের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে দক্ষিণ রাজৌরি জেলার পাহাড়ি ও বনভূমিতে নতুন করে গুলি বিনিময় শুরু হয় বৃহস্পতিবার। এনকাউন্টার স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

   

2019 সাল থেকে, কাশ্মীরে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা প্রত্যাহারের পর বিক্ষোভকে জঙ্গিরা কৌশলগত কারণে ব্যবহার করছে।

নিষিদ্ধ পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF), জইশ ই মহম্মদের একটি কথিত সহযোগী যা 2019 এর পরে চর্চিত তারা হামলার  দায় স্বীকার করেছে। PAFF রাজৌরি এবং পুঞ্চ এলাকার উঁচু পাহাড়ী বনাঞ্চলে বিশেষভাবে সক্রিয়। নিকটবর্তী অনন্তনাগে একজন কমান্ডিং অফিসার, তার ডেপুটি এবং একজন পুলিশ অফিসার সহ তিনজন ভারতীয় সেনা নিহত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন