আতঙ্ক বাড়ছে সলমন খানের। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের নাম করে খুনের হুমকি দিয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খানকে( Salman khan )। পাঁচ কোটি টাকাও দাবি করেছিলেন। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ঝাড়খণ্ডের সেই যুবক। সম্প্রতি বাবা সিদ্দিকি খুনের পরেই জোরদার করা হয়েছে সলমন খানের নিরাপত্তা। বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তাও।
গঙ্গাসাগর থেকে মাত্র ৩০০ কিমি দূরে, ‘ডানা’ ঝাপটানোর আশঙ্কা প্রহর গুনছে উপকূলবাসী
গত ১৮ অক্টোবর মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ নম্বরে লরেন্স বিশ্নোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সলমন খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে। নইলে বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তাঁর। এর পরেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ওই উড়ো মেসেজের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বিশ্নোইয়ের নাম করে তিনিই সলমনকে হুমকি দিয়েছিলেন।
গম্ভীরের আস্থাভাজন হয়েও দ্বিতীয় টেস্টে ‘ব্রাত্য’ রাহুল
কৃষ্ণসার হরিণকে রীতিমতো পুজো করে বিষ্ণোই সম্প্রদায়। কিন্তু ১৯৯৮ সালে রাজস্থানে একটি হিন্দি ছবির শুটিংয়ে গিয়ে ওই হরিণ হত্যা করেছিল সলমন খান। তারপর থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের তোপের মুখে পড়েন তিনি।
পুনে টেস্টে লায়ন-আন্ডারসনকে ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়লেন অশ্বিন
সেই সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিশ্নোই সলমনকে হত্যার জন্য সক্রিয় হয়ে ওঠে। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সলমন। কিন্তু তারপরেও লরেন্স গ্যাংয়ের হাত থেকে মৃত্যুভয় কাটিয়ে উঠতে পারেননি এই বলিউড অভিনেতা।