দেওঘর: কানওয়ার যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তীর্থযাত্রীরা। কিন্তু মঙ্গলবার ভোররাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৮ জন কানওয়ার যাত্রীর, আহত হয়েছেন আরও অনেক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার মোহনপুর থানার অন্তর্গত জামুনিয়া বনাঞ্চলের কাছে, যেখানে ভোর সাড়ে চারটা নাগাদ একটি যাত্রীবাহী বাস গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় (Jharkhand Kanwar Yatra Deaths)।
দুর্ঘটনার খবর নিশ্চিত করে দুমকা জোনের পুলিশ ইন্সপেক্টর জেনারেল শৈলেন্দ্র কুমার সিনহা জানান,
“৩২ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান। বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন।”
প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর মিললেও পরে ট্রাফিক ডেপুটি এসপি লক্ষ্মণ প্রসাদ জানান, ‘‘এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।’’
তীর্থযাত্রার পথে মৃত্যু, হাসপাতালে ছুটছে প্রশাসন
জানা গিয়েছে, বাসটি কানওয়ার যাত্রীদের নিয়ে উত্তরপ্রদেশের কোনো অঞ্চল থেকে বৈদ্যনাথ ধাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। জামুনিয়া বনাঞ্চলে পৌঁছনোর আগেই তীব্র গতির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দেওঘর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। চলছে উদ্ধারকাজ ও যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা। জেলা প্রশাসনের তরফ থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের দ্রুত চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে।
কানওয়ার যাত্রা ও নিরাপত্তা প্রশ্নে উঠে এল নতুন আশঙ্কা
কানওয়ার যাত্রার মরসুমে প্রতি বছর লাখো ভক্ত বৈদ্যনাথ ধাম, হরিদ্বার বা গঙ্গোত্রী অভিমুখে রওনা হন। তবে সাম্প্রতিক বছরগুলিতে যাত্রাপথে নিরাপত্তা, রাস্তাঘাটের অবস্থা এবং চালকদের বিশ্রাম ও জ্ঞানের অভাব, এই সমস্ত বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এই দুর্ঘটনাও ফের মনে করিয়ে দিল, তীর্থযাত্রা যতই আধ্যাত্মিক হোক, তার নিরাপত্তা বাস্তবতাকে উপেক্ষা করা যায় না।
শেষ খবর পাওয়া পর্যন্ত…
এখনও পর্যন্ত মৃতদেহগুলিকে শনাক্ত করার কাজ চলছে। স্থানীয় প্রশাসন যোগাযোগ করছে পরিবারের সঙ্গে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। রাতভর উদ্ধার ও নজরদারি অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।