হাওড়ার রানিহাটিতে প্রতিবেশি রাজ্য ঝাড়খন্ডের (Jharkhand) তিন কংগ্রেস বিধায়কের গাড়িতে লাখ লাখ টাকা ও সোনা পাচারের ঘটনায় দেশ জু়ড়ে চাঞ্চল্য। রাঁচির রাজনীতিতে আরও তীব্র আলোড়ন। ঝাড়খণ্ডে অ-বিজেপি জোট সরকার ফেলতে শরিক দল কংগ্রেসের বিধায়কদের কেনার অভিযোগ ঘিরে সরগরম পরিস্থিতি। বিধায়কদের মাথা পিছু দশ কোটি টাকা ঘুষ স্থির করা হয়েছে। এমনই চিঠি প্রকাশ করলেন ঝাড়খন্ডেরই বেরমো কেন্দ্রের বিধায়ক কুমার জয়মঙ্গল সিং।
এই চিঠি ঘিরে আরও বিতর্ক। এতে লেখা হয়েছে, তিন কংগ্রেস বিধায়ককে কলকাতায় আসার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল তাদের। তাদের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাক্ষাতের কথা ছিল। এই দলবদলু বিধায়কদের জন্য রাখা হয়েছিল মন্ত্রীপদ।প
কেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন ঝাড়খন্ডেের পর বাংলায় সরকার পড়বে! পড়ুন:
হাওড়ায় কংগ্রেস বিধায়কদের গাড়িতে বিপুল সোনা-টাকা, ‘অপারেশন লোটাস’ অভিযোগ
কংগ্রেসের অভিযোগ ঝাড়খণ্ডে মহাজোট সরকার সরকার ফেলতে ‘অপারেশন লোটাস’ চালাচ্ছে বিজেপি। জোটের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিজেপি বিরোধী অন্যতম নেতা। ঝাড়খন্ডে গত বিধানসভা ভোটে তাঁর নেতৃত্বে জেএমএম, কংগ্রেস ও আরজেডি মহাজোট সরকার ক্ষমতায় আসে।
পশ্চিমবঙ্গে এসএসসি দুর্নীতির তদম্তে কোটি কোটি কালো টাকা, সোনা সহ ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেরা চালাচ্ছে ইডি। এ রাজ্যের তৃ়ণমূল কংগ্রেস সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নজিরবিহীন শিক্ষা দফতরের দুর্নীতি ঘিরে গোটা দেশ সরগরম। এই অবস্থার মধ্যে শনিবার হাওড়ার রানিহাটিতে বিপুল টাকা সহ ঝাড়খন্ডের বিধায়কদের আটক করার ঘটনায় আরও চাঞ্চল্য পড়েছে।
হাওড়ার রানিহাটির মোড়ে জাতীয় সড়কের কাছ থেকে একটি গাড়ি থেকে উদ্ধার হয়। আটক করা হয় কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন বিক্সাল কোঙ্গারি এবং ইরফান আনসারিদের। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সাসপেণ্ড করেছে কংগ্রেস। টাকা কোথায় যাচ্ছিল। এ বিষয়ে পাঁচলা থানায় তিন বিধায়ককে জেরা করে সিআইডি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেছিলেন মহারাষ্ট্রের পর ঝাড়খন্ড তারপর বাংলায় পড়ে যাবে সরকার। ঝাড়খণ্ডি বিধায়কদের গাড়িতে টাকা উদ্ধারের পর ঘোড়া কেনাবেচার ষড়যন্ত্র সামনে আসছে।