Jharkhand: শীর্ষ মাও নেতার মাথার দাম কোটি টাকা, ফের অভিযানে কোবরা ফোর্স

মাওবাদী (Maoist) দমন অভিযানে গিয়ে বৃহস্পতিবার প্রবল প্রতি আক্রমণের মুখে পড়ে (Jharkhand) ঝাড়খন্ড পুলিশের কোবরা বাহিনী। গুলিবিদ্ধ ৫ কোবরা জওয়ানের চিকিৎসা চলছে রাঁচিতে। শুক্রবার ফের…

মাওবাদী (Maoist) দমন অভিযানে গিয়ে বৃহস্পতিবার প্রবল প্রতি আক্রমণের মুখে পড়ে (Jharkhand) ঝাড়খন্ড পুলিশের কোবরা বাহিনী। গুলিবিদ্ধ ৫ কোবরা জওয়ানের চিকিৎসা চলছে রাঁচিতে। শুক্রবার ফের অভিযান শুরু পশ্চিম সিংভূম জেলার কোলহান বনাঞ্চলে।

বৃহস্পতিবার অভিযানে গিয়ে যেভাবে মাওবাদীদের হামলায় গুলিবিদ্ধ হন ঝাড়খন্ড পুলিশের কোবরা ফোর্স জওয়ানরা, তাতে পুরো অভিযানটির পরিকল্পনা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

   
  • পশ্চিম সিংভূম জেলার টোন্টো ও গৈয়লকেরায় শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরাকে ধরতে কোবরা বাহিনী নেমেছে।
  • বড়বড় নাশকতায় জড়িত মিসির বেসরা। তার মাথার দাম এক কোটি টাকা।
  • এমন শীর্ষ মা়ওবাদী নেতার বিশেষ নিরাপত্তা বাহিনীর সাথে কোবরা ফোর্সের গুলির লড়াই চলে।
  • মাওবাদীদের গুলিতে জখম কোবরা ফোর্সের একাধিক জওয়ান।

মাওবাদী উপদ্রুত এলাকায় অভিযানের জন্য বিশেষ প্রশিক্ষিত এই বাহিনীর জওয়ানদের ঠিকমতো পরিচালনা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ পরিকল্পনায় ত্রুটি ছিল। ফলে মাওবাদীদের গুলির ঝাঁকের মুখে পড়ে যায় কোবরা ফোর্স। তবে ঝাড়খণ্ড পুলিশের দাবি, এই অভিযানে একাধিক মাওবাদী শিবির ধংস করা হয়েছে।

অভিযানে গুলিবিদ্ধ ৫ কোবরা জওয়ানকে দ্রুত চিকিৎসার জন্য তাদের হেলিকপ্টারে করে রাঁচিতে আনা হয়। প্রশ্ন উঠছে, কোবরা জওয়ানদের কি গুলির মুখে ফেলা হয়েছিল। পাশাপাশি অভিযান পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছে