Hemant Soren: কয়লার কালো টাকা! ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ সংযোগ নিয়ে ইডির প্রশ্ন

বেআইনি কয়লা খনির লেনদেনে কালো টাকার সূত্র খুঁজতে (Jharkhand) ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) জেরা করছে (ED) ইডি। রাঁচিতে চলছে জেরা। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

Hemant Soren: কয়লার কালো টাকা! ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ সংযোগ নিয়ে ইডির প্রশ্ন

বেআইনি কয়লা খনির লেনদেনে কালো টাকার সূত্র খুঁজতে (Jharkhand) ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) জেরা করছে (ED) ইডি। রাঁচিতে চলছে জেরা।

এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রঘুবর দাসের বিস্ফোরক দাবি, মুখ্যমন্ত্রীর পদে নিজেকে অসুরক্ষিত মনে করে হেমন্ত সোরেন নিজের স্ত্রীকে ক্ষমতায় বসাতে গোপনে দলী়য  বৈঠক করে নিয়েছেন। 

সূত্রের খবর, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের বেআইন কয়লা খাদানের বিপুল আর্থিক দুর্নীতির তদন্তে ইডি খতিয়ে দেখছে বিভিন্ন তথ্য। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও তৃ়ণমূল কংগ্রেস দুই রাজ্যের সরকারে আছে। ক্ষমতাসীন দুটি দলেরই শীর্ষ নেতারা বেআইনি কয়লার কালো টাকা লেনদেন তদন্তে ইডি নজরে।

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল জেএমএম, কংগ্রেসের জোট সরকার চলছে। সম্প্রতি অবিজেপি শাসিত এই রাজ্যের সরকার ফেলার জন্য বিধায়ক কেনার চাঞ্চল্যকর দাবি তোলে কংগ্রেস। দলীয় বিধায়করা পশ্চিমবঙ্গে বিপুল টাকা সহ ধরা পড়েন। তাদের সাসপেন্ড করা হয়। কংগ্রেসের দাবি, বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত ঝাড়খণ্ডের সরকার ফেলতে।

এই ঘটনার পরপরই বেআইনি কয়লা খাদানের আর্থিক দুর্নীতির তদন্তে ইডি জেরার মুখোমুখি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে হেমন্ত নিজে দাবি করেছেন তাঁর বিরুদ্ধে করা যাবতীয় অভিযোগ মিথ্যা।

Advertisements

Hemant Soren: কয়লার কালো টাকা! ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ সংযোগ নিয়ে ইডির প্রশ্ন

ঝাড়খন্ড মুক্তি মোর্চা (JMM) কর্মীরা ভিড় জমিয়েছে রাঁচিতে। ইডি অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর  আগে জেরা এড়িয়েছেন হেমন্ত।

মামলায় হেমন্ত সোরেনের সহযোগী পঙ্কজ মিশ্র সহ তিনজনকে আগেই গ্রেফতার করেছে ইডি। আর ইডি চার্জশিটে বলা হয়েছে কমপক্ষে হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। পঙ্কজ মিশ্রের বাড়ি থেকে উদ্ধার হয়েছে হেমন্ত সোরেনের স্বাক্ষরিত এবং স্বাক্ষরবিহীন বহু চেক।