HomeBharatHemant Soren: মমতার বিশেষ ঘনিষ্ঠ মু়খ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার

Hemant Soren: মমতার বিশেষ ঘনিষ্ঠ মু়খ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার

- Advertisement -

জমি সংক্রান্ত আর্থিক লেনদেন মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) গ্রেফতার। ইডি হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর বাসভবন থেকেই গ্রেফতার করল

হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হবে তা বিকেলের পরেই স্পষ্ট হয়ে গেছিল।  তিনি গ্রেফতারির কিছু আগে পদত্যাগ করেন। এরপরেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। ঝাড়খণ্ডে আদিবাসী বিদ্রোহের আশঙ্কা। রাজ্যের সব জেলায় জারি হয়েছে সতর্কতা। রাঁচিতে প্রবল উত্তেজনা। সরকারে থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থক, কংগ্রেস ও আরজেডি সমর্থকদের বিক্ষোভ রুখতে বিশেষ নিরাপত্তা বলয় করা হয়েছে। তীব্র রাজনৈতিক ডামাডোলের মাঝে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন। গ্রেফতারির কিছুক্ষণ আগে পদত্যাগ করেন হেমন্ত সোরেন।

   

ইডি সূত্রে খবর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নথি কারচুপি করে জমি কেনা-বেচা করার মামলায় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইডি সূত্রে খবর, 2023 সালের আগস্ট মাস থেকে 2024 সালের জানুয়ারির মধ্যে হেমন্ত সোরেনকে দু’বার জেরা করা হশ্র। বুধবার (৩১ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর বাসভবনে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। রাজভবনের বাইরে মন্ত্রী মিথিলেশ ঠাকুর নিজেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেপ্তার করেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular