দিল্লিতে হৃদ্যতাপূর্ণ মোদী-ভ্যান্স বৈঠক, বাণিজ্যে অগ্রগতির বার্তা

JD Vance India trade talks নয়াদিল্লি: চার দিনের সরকারি সফরে দিল্লিতে পা রেখেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরের প্রথম দিনেই সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি…

JD Vance India trade talks

JD Vance India trade talks

নয়াদিল্লি: চার দিনের সরকারি সফরে দিল্লিতে পা রেখেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরের প্রথম দিনেই সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গ-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। সঙ্গে ছিলেন ভ্যান্স-পত্নী উষা ভ্যান্স এবং তাঁদের তিন সন্তান ইওয়ান, বিবেক ও মিরাবেল।

   

বৈঠকে দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং স্ট্র্যাটেজিক টেকনোলজি-সহ নানা ক্ষেত্রে সহযোগিতার বর্তমান অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও মজবুত করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়।

৫০০ বিলিয়ন ডলার বাণিজ্যের লক্ষ্য

প্রসঙ্গত, ২০২৪ সালে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১২৯ বিলিয়ন ডলার, যেখানে ভারতের অনুকূলে ৪৫.৭ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ছিল। দু’দেশের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে সেই বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়া। ফেব্রুয়ারিতেই শুরু হয়েছে এই ট্রেড ডিলের প্রথম ধাপের কাজ।

মোদী এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, “আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর পরিবারকে দিল্লিতে স্বাগত জানালাম। সাম্প্রতিক মার্কিন সফরের পর, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত অগ্রগতি নিয়ে আলোচনা করলাম। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে শুরু করে মানুষের মধ্যে সংযোগ—সব ক্ষেত্রেই আমরা পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রাজনীতি নয়, হৃদয়ের সম্পর্ক JD Vance India trade talks

এই সফরের সবচেয়ে মানবিক মুহূর্ত ছিল ভ্যান্সের পরিবারের সঙ্গে মোদীর আন্তরিক সময় কাটানো। ভ্যান্স দম্পতির সন্তানরা প্রধানমন্ত্রীর বাসভবনে যখন জিজ্ঞাসা করছিল ছোট ছোট প্রশ্ন, মোদী ছিলেন একদম একজন পরিবারের মত—হাসিমুখে উত্তর দিচ্ছিলেন, খেলনার মতো হাতে তুলে দিচ্ছিলেন ময়ূরের পালক।

ভ্যান্স এক্স-এ লেখেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে দারুণ লেগেছে। তিনি এক অসাধারণ নেতা, এবং আমার পরিবারের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত হবে—এটা নিয়ে আমি আশাবাদী।”

পরিবার-সহ সাংস্কৃতিক সফরে ভ্যান্স

 * সোমবার সকালে ভ্যান্স পরিবার আকসারধাম মন্দির ঘুরে দেখেন।
 * জানপথ এম্পোরিয়ামে কেনাকাটা করেন—মাটি-ঘট এবং ভারতীয় চা কেনেন তিনি।
 * মঙ্গলবার তাঁরা যাবেন জয়পুর, দেখবেন অ্যাম্বার ফোর্টসহ একাধিক ঐতিহাসিক স্থান।
 * সন্ধ্যায় রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ভ্যান্স—ভারত-মার্কিন
* সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে।
* বুধবার পরিবার-সহ যাবেন তাজমহল ও শিল্পগ্রাম। সন্ধ্যায় আবার ফিরবেন জয়পুরে।

সামনে ট্রাম্পের সফর

বৈঠকে মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে শুভেচ্ছা জানান এবং তাঁর আসন্ন ভারত সফরের অপেক্ষায় থাকার কথা বলেন। ট্রাম্পের নেতৃত্বে কোয়াড সামিটে তাঁর অংশগ্রহণ নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷

সম্পর্কের ভবিষ্যৎ?

একদিকে Make America Great Again (MAGA), অন্যদিকে Viksit Bharat 2047—এই দুই দর্শনের মিলনস্থলে তৈরি হচ্ছে একটি নতুন কূটনৈতিক অধ্যায়, যা শুধু দুই দেশের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য হতে পারে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

উল্লেখ্য, ভারত ও আমেরিকার সম্পর্ক এখন আর শুধুই কূটনীতির খাতায় সীমাবদ্ধ নয়—এটি এক গভীর, বহুমাত্রিক অংশীদারিত্ব যা আগামী দশকে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালক হতে চলেছে।

 Bharat: US Vice President JD Vance visits India for a 4-day official trip. Discussions with PM Modi focus on trade, defense, energy, and strategic tech. Aiming for $500 billion bilateral trade by 2030, the leaders strengthen ties across sectors, fostering global and regional cooperation.

Advertisements