
ঝাড়খন্ডে (Jharkhand) মাওবাদীদের সাথে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ। গুলিতে নিহত এক জওয়ান। আরও একজন জখম। পশ্চিম সিংভূম জেলার ঘটনা।
মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বিস্ফোরণ ঘটানো হয়। নিহত হন এক জওয়ান। পশ্চিম সিংভূমের চাঁইবাসায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কোবরা ব্যাটালিয়নের অভিযান চলাকালীন বিস্ফোরণ ঘটান মাওবাদীরা। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটে তুম্বাহাকা এবং সারজোমবুরু গ্রামের কাছে অবস্থিত বন পাহাড়ে।এর আগেও মাওবাদী বিরোধী অভিযানে বারবার বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের পর তাদের চিকিৎসার জন্য বিমানযোগে রাঁচিতে নিয়ে যাওয়া হয়। কনস্টেবল রাজেশ চিকিতসার সময় মারা যান। ইন্সপেক্টর ভূপেন্দর স্থিতিশীল। ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) অমল বিনুকান্ত হোমকার বলেছেন এলাকায় বাহিনীর যৌথ অভিযান চলছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










