শ্রীনগর: ভারতের জম্মু-কাশ্মীর জুড়ে প্রবল বর্ষণে ছিন্নভিন্ন জনজীবন। বুধবার রাতে ভয়াবহ ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৩১ জনের, আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। বিপর্যয়ের কেন্দ্র মাতা বৈষ্ণো দেবী যাত্রাপথ, কাটরার অর্ধকুমারীর কাছে। এখনও অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করছে প্রশাসন। লাগাতার টানা বর্ষণের ফলে রাজ্যজুড়ে একের পর এক পাহাড় ধসে ও আকস্মিক বন্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
অবরুদ্ধ যোগাযোগ, বিপর্যস্ত পরিকাঠামো
জম্মুর বহু এলাকায় ভেঙে পড়েছে সেতু, বিদ্যুতের খুঁটি ও মোবাইল টাওয়ার। ফলে বিশাল অংশ জুড়ে কার্যত টেলিকম ব্ল্যাকআউট, কোটি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যোগাযোগব্যবস্থা থেকে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স-এ (পূর্বতন টুইটার) জানিয়েছেন, তিনি নিজেও “প্রায় সম্পূর্ণ অচল” যোগাযোগব্যবস্থার মধ্যে আছেন। ওয়াই-ফাই বা মোবাইল নেটওয়ার্ক কার্যত অচল, অ্যাপ খোলাও হচ্ছে “অত্যন্ত ধীর গতিতে।”
বৃষ্টি-অতিবৃষ্টির রেকর্ড Jammu-Kashmir landslide deaths
সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০- মাত্র ছয় ঘণ্টায় জম্মুতে বৃষ্টি হয়েছে ২২ সেন্টিমিটার। যা গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম। রাতের পর থেকে বৃষ্টি খানিকটা কমলেও, পাহাড়ি ও পাদদেশীয় এলাকায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বর্ষণ অব্যাহত। আবহবিদরা জানিয়েছেন, মেঘশীর্ষের উচ্চতা পৌঁছেছে ১২ কিলোমিটার পর্যন্ত, যা প্রবল ঝড়-বৃষ্টির ইঙ্গিতবাহী।
উদ্ধারকাজে সেনা, এনডিআরএফ
এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। ইতিমধ্যেই অন্তত ৩,৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। তবু বহু নিম্নভূমি জলমগ্ন হয়ে পড়েছে। জম্মু ও সাম্বার একাধিক এলাকা প্লাবিত, বহু পরিবার আটকে পড়েছে গৃহবন্দি অবস্থায়।
যাত্রী-উড়ান-রেল পরিষেবা বিপর্যস্ত
বৈষ্ণো দেবী যাত্রাপথ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরপর ভূমিধসে ভেঙে গিয়েছে রাস্তার একাধিক অংশ। এদিকে, আবহাওয়ার কারণে লেহ বিমানবন্দরে ইন্ডিগো-সহ একাধিক বিমান পরিষেবা বাতিল বা বিলম্বিত হয়েছে। নর্দার্ন রেলওয়ে ২২টি ট্রেন বাতিল করেছে, ২৭টি ট্রেন মাঝপথে থামাতে হয়েছে। জম্মু-কাটরা রুট বন্ধ, তবে কাটরা-শ্রীনগর রুটে আংশিক ট্রেন চলাচল চালু রয়েছে।
স্কুল বন্ধ, পরীক্ষা স্থগিত
জম্মু ডিভিশনের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ২৭ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর বোর্ড অফ স্কুল এডুকেশন দশম ও একাদশ শ্রেণির নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে।
প্রশাসনের সতর্কতা
দক্ষিণ কাশ্মীরে জেলম নদীর জলের স্তর বিপদসীমা ছাড়িয়েছে। শ্রীনগরের সঙ্গমের কাছে জলের উচ্চতা ২২ ফুট অতিক্রম করেছে বলে জানিয়েছে প্রশাসন। ফলে নতুন করে বন্যার আশঙ্কায় সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
জম্মু শহর, আরএস পুরা, সাম্বা, নগরোটা, আখনুর, ভিজয়নগর ও উদমপুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। আবহবিদরা জানিয়েছেন, ঝড়-বৃষ্টি পূর্বদিকে অগ্রসর হচ্ছে এবং পাহাড়ি এলাকায় আরও কিছু দিন বৃষ্টি চলতে পারে।
Bharat: Tragedy strikes Jammu and Kashmir as a devastating landslide near Vaishno Devi pilgrimage route claims 31 lives and injures 23. Heavy rains cause floods, disrupting communication and infrastructure. Rescue operations are underway by NDRF and the army.