সেনার গুলিতে খতম ২ জঙ্গি, কাশ্মীরের জঙ্গলে চলছে গুলির লড়াই

ফের একবার সেনা জঙ্গি সংঘর্ষে কেপে উঠল কাশ্মীর (J&K Encounter) ঘাঁটি। বুধবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু…

সেনার গুলিতে খতম ২ জঙ্গি, কাশ্মীরের জঙ্গলে চলছে গুলির লড়াই

ফের একবার সেনা জঙ্গি সংঘর্ষে কেপে উঠল কাশ্মীর (J&K Encounter) ঘাঁটি। বুধবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এদিকে এই এনকাউন্টার চলাকালীন বড় সাফল্য পেলেন সেনা জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে এখনও অবধি দুজন নিহত হয়েছে বলে খবর। তবে অভিযানে এক সাহসী পুলিশকর্মীও আহত হয়েছেন। আহতকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও অভিযান চলছে।

বুধবার সোপোর এলাকায় জঙ্গিদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তৎক্ষণাৎ সোপোরের হাদিপোরা গ্রাম ঘিরে ফেলে। এরপরেই শুরু হয় চিরুনি তল্লাশি অভিযান। সোপোর পুলিশ, সেনাবাহিনীর ৩২ জন আরআর ও সিআরপিএফ জওয়ান ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। এলাকাটি হাদিপোরা জিডিসি এবং পানাশ কোচিং ইনস্টিটিউট হাদিপোরার নিকটবর্তী ছিল। এমন পরিস্থিতিতে সতর্কতা হিসেবে সেগুলো বন্ধ রাখা হয়। যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য এলাকা ঘিরে ফেলা হয়।

এদিকে এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা অতর্কিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে। অন্যদিকে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় এনকাউন্টার। এই গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি। 

Advertisements