Jammu and kashmir: পুলওয়ামায় সেনার গুলি বিনিময়ে মৃত এক জঙ্গি, জখম দুই জওয়ান

মঙ্গলবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের (Jammu and kashmir) পুলওয়ামা জেলার অবন্তিপোরা এলাকায় একটি এনকাউন্টারে একজন জঙ্গি নিহত এবং দুই সেনা সদস্য আহত হয়েছে।

Jammu and kashmir

মঙ্গলবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা জেলার অবন্তিপোরা এলাকায় একটি এনকাউন্টারে একজন জঙ্গি নিহত এবং দুই সেনা সদস্য আহত হয়েছে। এই তথ্য দিয়ে একজন কর্মকর্তা বলেছেন,”মানব ও প্রযুক্তিগত বুদ্ধিমত্তার” ভিত্তিতে জঙ্গিদের আস্তানা সনাক্ত করা হয়েছিল। মধ্যরাতে টুইট করে কাশ্মীর জোন পুলিশ এনকাউন্টারের তথ্য দিয়েছে।

Advertisements

আরও পড়ুন: Target Killing in Kashmir: পুলওয়ামায় জঙ্গিদের টার্গেট কিলিংয়ে খুন কাশ্মীরি পণ্ডিত

   

নিহত জঙ্গি সম্পর্কে আশঙ্কা করা হচ্ছে, সে পুলওয়ামায় টার্গেট কিলিংয়ে জড়িত থাকতে পারে। সোমবার গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুলওয়ামা জেলার পদগামপোরা অবন্তিপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার তথ্য ছিল, তারপরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলটি ঘিরে ফেলে।

আরও পড়ুন: Kashmir: কাশ্মীরে সন্ত্রাসবাদী ষড়যন্ত্র রাশে বড়সড় সাফল্য মোদী-শাহ জুটির

পুলিশ ও নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কাছে পৌঁছলে এনকাউন্টার শুরু হয়। কিছুক্ষণ পরে পুলিশের তরফে জানানো হয় যে অবন্তিপোরা এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে। তবে তার দেহ এখনো উদ্ধার করা যায়নি। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে গুলি করে হত্যা করে। এই টার্গেট কিলিং এর ঘটনা সামনে আসার পর নিরাপত্তা বাহিনী জোর তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: Breaking News: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুষ্কৃতী গুলিতে খতম কাশ্মীরের হিজবুল কমান্ডার

এ বছর কাশ্মীরে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সদস্যের ওপর এটিই প্রথম হামলা। কিন্তু ২০২২ সালে জঙ্গিরা প্রায় ৩০ জন সাধারণ নাগরিককে আক্রমণ করেছিল। এতে তিন কাশ্মীরি পণ্ডিত, রাজস্থানের একজন ব্যাঙ্ক ম্যানেজার, জম্মুর একজন মহিলা শিক্ষক এবং ৮ জন অ-স্থানীয় শ্রমিকসহ ১৮ জন নিহত হন।