নয়াদিল্লি: তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৃহস্পতিবার টেলিফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই প্রথম, তালিবান কাবুলে ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক স্তরের যোগাযোগ হল।
পহেলগাঁও হামলার নিন্দা
পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে তালিবান সরকারের তরফে প্রকাশ্যে নিন্দা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন জয়শঙ্কর। একইসঙ্গে, আফগান সরকারের পক্ষ থেকে ভারত-আফগান সম্পর্ককে ঘিরে তৈরি হওয়া মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির বিরুদ্ধে যে অবস্থান নেওয়া হয়েছে, তাও স্বাগত জানিয়েছেন তিনি।
জয়শঙ্কর বলেন, “আফগানিস্তানের সঙ্গে ভারতের ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। আমি আমাদের সহযোগিতা কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও আলোচনা করেছি। আফগান জনগণের উন্নয়নের জন্য ভারতের সমর্থন আগেও ছিল, আগামীতেও থাকবে।”
পাক সংবাদমাধ্যমের দাবি খারিজ Jaishankar speaks to Taliban minister
যদিও জয়শঙ্কর নাম করে বলেননি, তবে তাঁর মন্তব্যের ইঙ্গিত ছিল পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের দিকে, যেখানে দাবি করা হয়েছিল— ভারতের মদতেই তালিবান বাহিনী ‘ভুয়ো অপারেশন’ চালিয়েছে পাহেলগাঁও-তে। সেই দাবি সরাসরি নস্যাৎ করে তালিবান সরকার।
এই টেলিফোনিক কথোপকথনের কয়েক দিন আগেই কাবুলে যান ভারতের বিশেষ দূত আনন্দ প্রকাশ। তিনি তালিবান সরকারের সঙ্গে আলোচনা করেন রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও ট্রানজিট সহযোগিতা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে।
২০২১ সালে ক্ষমতায় ফেরে তালিবান
২০২১ সালের অগাস্টে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর এই প্রথম ভারতের কোনও কেন্দ্রীয় মন্ত্রী তাদের সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগাযোগ করলেন। এর আগে, জানুয়ারিতে বিদেশসচিব বিক্রম মিশ্রী দুবাইয়ে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
উল্লেখযোগ্যভাবে, এই যোগাযোগ মনে করিয়ে দিচ্ছে ১৯৯৯-২০০০ সালের সেই সময়ের কথা, যখন কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সময় তৎকালীন বিদেশমন্ত্রী যশবন্ত সিং তালিবান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
এতদিন তালিবান সরকারকে সরকারিভাবে স্বীকৃতি না দিলেও, ভারত যে কৌশলগত ও কূটনৈতিকভাবে পরিস্থিতিকে বুঝে চলতে চাইছে, জয়শঙ্কর-মুত্তাকি কথোপকথন তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
Bharat: India‘s Jaishankar and Taliban’s Muttaqi held a direct phone call, the first political contact since Taliban’s Kabul takeover. India thanked Taliban for condemning the Pahalgam attack and addressing false narratives. They discussed strengthening India-Afghanistan ties and development support.