আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে বিরাট মন্তব্য বিদেশমন্ত্রীর, তবে বাংলাদেশ নিয়ে মুখে কুলুপ

আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সেই সরকার নিয়ে বিশেষ কোনও মাথাব্যথা নেই বলে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর (Jaishankar) । শুধু তাই নয়,…

Foreign Minister Jaishankar going to visit Maldives

আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সেই সরকার নিয়ে বিশেষ কোনও মাথাব্যথা নেই বলে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর (Jaishankar) । শুধু তাই নয়, তিনি এই ব্যাপারেও আশাবাদী যে অমেরিকার আগামী সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত থাকবে ভারত। প্রসঙ্গত আগামী নভেম্বর মাসে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে কমলা হ্যারিস জয়ী হবে নাকি ডোনাল্ড ট্রাম্প, সেই নিয়ে বিশ্বরাজনীতিতে জোর জল্পনা চললেও ভারতের এই নিয়ে কোনও উৎসাহ নেই উপরন্তু যিনি জয়ী হবে তাঁর সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত বলে দাবি করলেন জয়শঙ্কর।

পুনরায় ইউজিসি নেট পরীক্ষা বাতিল করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের!

   

মঙ্গলবার নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী সংবাদমাধ্যকে বলেন, ‘ আমরা অন্যদের দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করি না। নাকও গলায় না। তবে আমেরিকার নির্বাচনে যিনি জয়ী হবেন তাঁর সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।’ শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন যে, ‘ বিগত ২০ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে আমেরিকার যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তাঁদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করেছি।’

বাংলাদেশ কাণ্ডের আবহে হিন্দু সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা পাকিস্তানের

বর্তমান সময়ে সারা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে তিনি চিন্তা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে, এই সময়ে সারা বিশ্ব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউক্রেন এবং ইসরাইলের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি সংবাদমাধ্যমকে জানান যে, ‘ আমি একজন আশাবাদী মানুষ। তাই সমস্যার চেয়ে সমস্যা সমাধানের দিকে নজর দিই।’ তিনি আরও জানিয়েছেন যে, আগামী পাঁচ বছর বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ মধ্যপ্রাচ্যের অবস্থা খারাপ। ইউক্রেনের অবস্থা সারা বিশ্ব দেখছে। দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার অবস্থাও খারাপ, কোভিডের পরে অনেক দেশের অর্থনীতি ঝুঁকে পড়েছে।’

এখানেই শেষ নয়, তাঁর আরও বক্তব্য, ‘ এখন অনেক দেশেই আন্তর্জাতিক বিনিয়োগ বন্ধ রয়েছে। অনেক দেশেরই অর্থনীতির হাল তলানিতে ঠেকেছে।’ সেই সঙ্গে তিনি হঠাৎ আবহওয়া পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন। কিন্তু এত কিছুর মধ্যে একবারও বাংলাদেশের কথা তাঁর মুখে শোনা গেলে না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নিলেও বাংলাদেশে অশান্তি অব্যাহত।