শ্রীনগর: কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এবার পালানোর কোনো সুযোগ না দিয়েই জইশ-ই-মোহাম্মদ-এর তিন জেহাদিকে খতম করল সেনা ও পুলিশ বাহিনী। বৃহস্পতিবার ভোরে পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রামে চালানো চিরুনি অভিযানে এদের শেষ করে দেয় নিরাপত্তা বাহিনী।
গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে ছয় জন জঙ্গির চিরতরে পরিণতি ঘটল—দেশদ্রোহীদের বিরুদ্ধে একের পর এক কড়া জবাব দিচ্ছে ভারত।
ত্রালে নিখুঁত হামলা, মাটিতে মিশে গেল জইশ জঙ্গিরা
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে শুরু হয় যৌথ অভিযান। সেনা, পুলিশ ও এসওজির জওয়ানরা ঘিরে ফেলেন ত্রালের নাদির গ্রাম। জঙ্গিরা গুলি চালিয়ে পালাতে চাইলেও, তাদের সেই চেষ্টা সফল হয়নি। পাল্টা জবাবে একে একে তিন জন জঙ্গিকে গুলি করে খতম করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
এখনও অবধি মৃত জঙ্গিদের পরিচয় জানা যায়নি, তবে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, এরা সক্রিয় জইশ-ই-মোহাম্মদের সদস্য এবং দীর্ঘদিন ধরেই উপত্যকায় নাশকতার ছক কষছিল।
শুধু জইশ নয়, দুই দিন আগেই লস্করের ঘাঁটিতেও তাণ্ডব সেনার Jaish terrorists killed in Kashmir
মাত্র দু’দিন আগেই, মঙ্গলবার, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে আরও তিন জন লস্কর-ই-তৈয়বা জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। সেই অভিযানে নিহত হয় শাহিদ কুট্টে ও আদনান শফি—দুই দাগী জঙ্গি, যারা একাধিক নিষ্ঠুর হত্যাকাণ্ডে জড়িত ছিল।
শাহিদ কুট্টে, ২০২৩ সালে লস্করে যোগ দিয়েছিল। গত বছরের এপ্রিল মাসে ড্যানিশ রিসর্টে হামলা চালিয়ে দুই জার্মান পর্যটক ও একজন চালককে গুরুতর জখম করেছিল সে। এরপর, মে মাসে বিজেপি সরপঞ্চকে গুলি করে হত্যা করে শোপিয়ানের হিরপোরায়।
অন্যদিকে, আদনান শফি, সদ্য ২০২৪ সালে জঙ্গি দলে নাম লেখায়। কিন্তু অল্প সময়েই সে এক অ-স্থানীয় শ্রমিককে হত্যা করে কুখ্যাত হয়ে ওঠে। জঙ্গি সংগঠনের হয়ে বারবার নিরীহ মানুষকে নিশানা করছিল তারা।
তিনটি একে-৪৭ রাইফেল, ম্যাগাজিন ও প্রচুর গুলি-সহ অন্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে সেই অভিযানে।
ভারতের স্পষ্ট বার্তা: কাশ্মীরে জেহাদের ঠাঁই নেই
বারবার ভারতীয় ভূখণ্ডে রক্ত ঝরানোর চক্রান্ত করছে পাকিস্তান-পুষ্ট জঙ্গি সংগঠনগুলি। কিন্তু প্রতিবারই তাদের কড়া জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী। সেনা, এনআইএ, এসওজি—সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা ও সামরিক ইউনিটগুলি একযোগে কাজ করছে উপত্যকা থেকে জঙ্গি নির্মূল করতে।
এই টানা অভিযানের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট—কাশ্মীর এখন আর সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় নয়। ভারতের বার্তা একটাই: “তুমি যদি দেশবিরোধী হও, তোমার পরিণতি হবে নিশ্চিত মৃত্যু।”
Bharat: Indian security forces eliminate three Jaish-e-Mohammed terrorists in a precise operation in Nadir village, Pulwama, Kashmir. This follows the killing of three Lashkar-e-Taiba militants in Shopian. Read the latest on anti-terror operations in Kashmir.