নয়াদিল্লি: পাকিস্তানের সন্ত্রাসী কৌশল আরও একবার জনসমক্ষে উন্মোচিত। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ জইশ-ই-মহম্মদ (JeM) প্রধান মাসুদ আজহারের পরিবার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে জইশ-এরই এক কমান্ডার। এই স্বীকারোক্তিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মধ্যপ্রদেশের ধর থেকে পাকিস্তানকে শক্তিশালী বার্তা দিলেন। মোদী বলেন, “সন্ত্রাসবাদীরা নিজেই আজ সত্য স্বীকার করেছে, জইশের সন্ত্রাসবাদীরাই পাকিস্তানকে উন্মোচিত করেছে।”
প্রধানমন্ত্রীর কণ্ঠে দৃঢ় বার্তা
প্রধানমন্ত্রী মোদী বলেন, “তারা স্বীকার করেছে, ভারতের হামলায় তাদের ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে।” তিনি আরও যোগ করেন, “পাকিস্তানের জঙ্গিরা পহেলগাঁও-এ নিরীহ মানুষের ওপর হামলা চালালেও, আমাদের জওয়ানরা শুধুমাত্র জঙ্গিদেরই টা৪গেট করেছে পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দিয়েছে তাদের ঘাঁটি।” মোদী স্পষ্টভাবে ঘোষণা করেন, “এটাই নতুন ভারত—যা কারোর পারমাণবিক হুমকিতেও ভয় পায় না। আমরা ঘরে ঢুকেই আঘাত হানি।” তিনি আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে যতই অস্বীকার করুক না কেন, বাহাওয়ালপুর এখনও জইশের কার্যক্রমের মূল কেন্দ্র।
বিকশিত ভারত ও নারীর শক্তি Jaish Exposed Pakistan Says PM
‘বিকশিত ভারত’ গঠনের স্বপ্ন বর্ণনা করতে গিয়ে মোদী বলেন, “দেশের উপরে আর কিছু নেই। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আমরা আজ এগোচ্ছি।” তাঁর কথায়, দেশের অগ্রগতি নির্ভর করে নারীশক্তি, যুব সমাজ এবং কৃষকের ওপর।
মোদী ‘সুস্থ নারী, সশস্ত্র পরিবার’ অভিযান উদ্বোধন করে নারীদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্বে জোর দেন। তিনি বলেন, “যদি মা সুস্থ থাকে, তবে পুরো পরিবার সুস্থ থাকে। তাই এই প্রকল্প নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি নারীদের আহ্বান জানিয়ে বলেন, “এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আসুন, বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ গ্রহণ করুন। আপনার স্বাস্থ্য আমাদের সরকারি কোষাগারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।”
PM Mitra Park: শিল্প ও কর্মসংস্থানে নতুন দিগন্ত
বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে উদ্বোধিত ‘PM Mitra Park’ দেশের তুলা ও বস্ত্র শিল্পকে নতুন প্রেরণা দেবে। প্রধানমন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। যুবা ও মহিলাদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। এই প্রকল্পে সবাইকে অভিনন্দন।”
জৈশ কমান্ডারের স্বীকারোক্তি:
মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে জৈশ কমান্ডার ইলিয়াস কাশ্মীরি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতের ৭ মে-এর ক্ষেপণাস্ত্র হামলায় বাহাওয়ালপুরে তাদের সদর দফতরে মাসুদ আজহারের পরিবারের সদস্যরা “টুকরো টুকরো” হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানের জন্য প্রতিবেশী দেশগুলোতে জিহাদ চালানো তাদের দায়িত্ব।
উল্লেখ্য, এই হামলা ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর অংশ, যা ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছিল।