“জেল আর যমরাজ অপেক্ষা করছে!” দীপাবলির আগে কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি আদিত্যনাথের?

Yogi Adityanath Sends Strong Message on Codeine Case: Law Will Take Its Course
Yogi Adityanath Sends Strong Message on Codeine Case: Law Will Take Its Course

লখনউ: “দীপাবলির উৎসবে কেউ বিশৃঙ্খলা বা মহিলাদের উৎপীড়ন করলে তার জন্য জেল এবং যমরাজ অপেক্ষা করছেন”, বলে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বিনামূল্যে দুটি করে এলপিজি সিলিন্ডার দেওয়ার অনুষ্ঠান- সমাবেশে সমাজবিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি।

পাশাপাশি, সাম্প্রতিক ‘আই লাভ মহম্মদ’ (I Love Mohammad) বিক্ষোভের প্রেক্ষিতে তিনি বলেন, “গত আট বছর ধরে হোলি, দীপাবলি, রাম নবমী, এমনকি ঈদ, ক্রিসমাস এবং গুরু পর্ব উদযাপিত হয়েছে। প্রত্যেকেরই নিজেদের বিশ্বাস অনুসারে তা করার অধিকার রয়েছে। তবে প্রকাশ্য রাস্তায় ‘এই ধরনের উদযাপন’ করা যাবে না।”

   

সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ

অখিলেশের সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দেগে আদিত্যনাথ (Yogi Adityanath) দাবী করেন, “আগে দরিদ্ররা উৎসব পালন করতে পারত না। গুন্ডা, মাফিয়ায় ভরতি পূর্ববর্তী সরকারের ত্রাসে যুব সম্প্রদায় রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হত।” যোগী আরও দাবী করেন, “কেবল নেতা ও মন্ত্রীরা নয়, এমনকি আগের মুখ্যমন্ত্রীও অপরাধী! মাফিয়া এবং দাঙ্গাবাজদের সামনে মাথা নত করেছিলেন।”

কিন্তু এই সরকার গুন্ডা-দাঙ্গাবাজদের সামনে মাথা নত করবে না বলে ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “যে মানুষ যে ভাষা বোঝে, এই সরকার তাদের সেই ভাষাতেই জবাব দিতে জানে”। এছাড়াও দীপাবলিতে (Diwali) মানুষকে দেশীয় মাটির প্রদীপ, মূর্তি কেনার আহ্বান জানান তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন