Jagannath Temple: ১ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে পুরীর জগন্নাথ মন্দির

Jagannath Temple in Puri

করোনাজনিত কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple)। ১ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য আবার খুলে যাচ্ছে জগন্নাথ মন্দির। তবে মন্দির খুললেও জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম কানুন।

Advertisements

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় চলতি বছরের শুরুতেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কমিটি। পুরীর জেলাশাসক সমর্থ ভার্মা জানিয়েছেন, রবিবার ছাড়া সপ্তাহের সব দিনই ভক্তদের জন্য মন্দির খোলা থাকবে। রবিবার মন্দির বন্ধ থাকবে কারণ, ওই দিন মন্দির ও সংলগ্ন চত্বর স্যানিটাইজ করা হবে। এদিন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, যারা পুরী শহরের বাসিন্দা তাঁরা মন্দিরে প্রবেশ করবেন পশ্চিম দিকের দরজা দিয়ে। কিন্তু বহিরাগতদের প্রবেশ করতে হবে পূর্ব দিকের সিংহ দরজা দিয়ে। মন্দিরে ভক্তেরা প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। তবে এ বিষয়ে এদিন চূড়ান্ত কোনও সময়সীমা জানানো হয়নি। পাশাপাশি করোনা পরিস্থিতি বিচার করে কোনও উৎসবেও মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্দিরে প্রবেশ করতে গেলে সঙ্গে রাখতে হবে করোনার টিকা নেওয়ার শংসাপত্র। যদি সেই শংসাপত্র না থাকে তাহলে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েও মন্দিরে প্রবেশ করা যাবে। তবে সেই রিপোর্ট ৯৬ ঘণ্টার মধ্যে করাতে হবে। একই সঙ্গে মানতে হবে করানোর জন্যই তো বিধিনিষেধ।

Advertisements

অনেকেই মনে করছেন, পুরীর জগন্নাথ মন্দিরের উপর নির্ভর করে এলাকার অর্থনীতি। দীর্ঘদিন মন্দির বন্ধ থাকলে বহু মানুষের সমস্যা হচ্ছে। পান্ডা থেকে শুরু করে বিভিন্ন দোকানদার, হোটেল ব্যবসায়ী সকলেই সমস্যায় পড়ছেন। সেই সমস্যা মেটাতে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, করানোর তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।