শ্রীনগরের কাছে গুলির শব্দ, জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু নিরাপত্তা বাহিনীর

J-K: জম্মু ও কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গি। বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার তল্লাশি অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী। জঙ্গি খুঁজতে অভিযান চলছে হারওয়ানের জঙ্গলে।…

Indian Army foils infiltration attempt

J-K: জম্মু ও কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গি। বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার তল্লাশি অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী। জঙ্গি খুঁজতে অভিযান চলছে হারওয়ানের জঙ্গলে। অধিকারিকরা জানিয়েছেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাচিগাম জাতীয় উদ্যানের কাছে হারওয়ানের মুলনার এলাকায় জঙ্গি-বিরোধী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি চালানোর সময় দূর থেকে দু রাউন্ড গুলি শোনা যায়। আরও বাহিনী পাঠানো হয়েছে এলাকায়। সব মিলিয়ে জঙ্গির উপস্থিতি খুঁজতে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে এলাকায়।

সোমবার এলাকা ঘিরে ধরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। খবর পাওয়া যায় যে শ্রীনগরের কাছে হারওয়ানের জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। দাচিগাম বনভূমির উপরের অংশ থেকে গুলির শব্দ শোনা যায়।

   

জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী জাবারওয়ান বনাঞ্চলের জেনারেল এরিয়া লিডওয়াসে যোগাযোগ স্থাপন করেছে, যা দারা থেকে প্রায় ১২ কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ি ভূখণ্ডের গভীরে অবস্থিত। বর্তমানে অভিযান চলছে বলেই জানা গিয়েছে (খবর প্রকাশের সময়)।

Advertisements

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বনাঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর, নিরাপত্তা বাহিনী দাচিগাম জাতীয় উদ্যানের কাছে হারওয়ানের মুলনার এলাকায় একটি ঘেরাও এবং তল্লাশি অভিযান শুরু করে।

তল্লাশির সময়, দূর থেকে দুটি গুলির শব্দ শোনা গেছে বলে জানা গেছে। প্রতিক্রিয়ায়, এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে এবং উপস্থিত যেকোনো জঙ্গিকে খুঁজে বের করার জন্য চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। অভিযান এগিয়ে যাওয়ার সাথে সাথে কর্তৃপক্ষ আরও আপডেটের জন্য অপেক্ষা করছে।