নজির গড়ল দেশের আয়কর বিভাগ, বাড়ছে রিটার্ন জমার সময়সীমা?

নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে রেকর্ড গড়ল আয়কর বিভাগ। সংস্থার নিজস্ব এক্স হ্যান্ডেলেই সেকথা তুলে ধরা হয়েছে। করদাতাদের প্রশ্ন, এরপর কী বাড়ানো হবে আয়কর রিটার্ন জমার সময়সীমা? তা নিয়েও অবস্থান স্পষ্ট করে দিয়েছে আয়কর দফতর।

Advertisements

কমে আসছে আয়কর রিটার্নের সময়সীমা। চাপ বাড়়ছে পোর্টালের উপর। এই পরিস্থিতিতে আয়কর জমার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বহু করদাতাকে। এমনকী একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট সংস্থাও আয়কর বিভাগের পোর্টাল কাজ না করায় সমস্যার সম্মুখীন। এই অবস্থায় ট্যাক্স প্র্যাটিশনার’ সংগঠন AIFTP-র আর্জি, যাতে ২০২৪-২৫ আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।

   

জবাবে এক্স হ্য়ান্ডেলে আয়কর বিভাগ কৌশলে জানিয়েছে, আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হবে না। ৩১ জুলাই পর্যন্ত আয়কর জমা করা যাবে। সেই সঙ্গেই করদাতাদের জরিমানা বা শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে সময়মতো রিটার্ন দাখিল করার আহ্বান জানানো হয়েছে।

সোশাল মিডিয়াতেই কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে যে, চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত ৫ কোটিরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

Advertisements

আয়কর জমার সময়সীমা পেরিয়ে গেলে কী কী অসুবিধা হতে পারে?

৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা না করতে পারলে গুরুতর পরিণতি হতে পারে, যেমন-

– পুরানো কর ব্যবস্থার অধীনে সুবিধার ক্ষতি।
– নতুন ট্যাক্স ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, ফলে বাড়বে করের বোঝা।
– লেট ফাইলিং ফি ৫০০০ হাজার (৫ লাখের নিচে আয়ের জন্য ১০০০ টাকা)।
– বকেয়া করের উপর প্রতি মাসে ১ শতাংশ হারে সুদ।
– ভবিষ্যত আয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ ক্যারি ফরওয়ার্ড করা হবে না।

নিজের ভুলে বিগড়ে যাবে আপনার স্মার্টফোনের ক্যামেরা, সতর্ক থাকুন এই ভুল থেকে