ডাক্তারের ছদ্মবেশে ISIS জঙ্গি! গেরুয়া রাজ্যে ATS-এর বিরাট সাফল্য!

গান্ধীনগর: কাশ্মীর, দিল্লির পর গুজরাট! চিকিৎসকের ছদ্মবেশে ISIS জঙ্গির ভয়ংকর সন্ত্রাসের ষড়যন্ত্র বানচাল করল সন্ত্রাস-দমন শাখা (ATS)। সোমবার নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, চিকিৎসক সহ আরও দু-জন ISIS জঙ্গি রিসিন তৈরি করছিল, যা একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক। পুলিশ জানিয়েছে, ডাক্তার-বেশি জঙ্গি গত ছয় মাস ধরে এশিয়ার বৃহত্তম পাইকারি ফল ও সবজির বাজার, দিল্লির আজাদপুর মান্ডি, আহমেদাবাদের নারোদা ফলের বাজার এবং লখনউতে আরএসএস অফিসে জরিপ চালিয়েছেন।

Advertisements

ভিড়যুক্ত বাজার এবং ঘন জনবসতিপূর্ণ এলাকাকে তাঁরা টার্গেট করেছিল। এটিএস জানিয়েছে, হায়দ্রাবাদের বাসিন্দা আহমেদ মহিউদ্দিন সাইয়্যেদ (৩৫) নামে ওই চিকিৎসক সম্ভাব্য আক্রমণে ব্যবহারের জন্য ক্যাস্টর গাছের বীজ থেকে প্রাপ্ত প্রোটিন রিসিনকে অস্ত্র হিসেবে ব্যবহারের উপায় খুঁজছিলেন। ৭ নভেম্বর গুজরাট এটিএস তাকে গ্রেপ্তার করে।

   

রিসিন বিষ কি?

রিসিনের বিষক্রিয়া বিরল এবং সাধারণত ক্যাস্টর গাছের বীজ থেকে পাওয়া যায়। বেশি মাত্রায় এই বিষ মারাত্মক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধমূলক কাজে এই বিষ ব্যবহারের ঘটনা অস্বাভাবিক এবং সময়মত চিকিৎসা সেবা পেলে বিষক্রিয়া নিরাময়যোগ্য। গুজরাট এটিএস-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়, “একটি বড় সন্ত্রাসী হামলা চালানোর জন্য, আহমেদ মহিউদ্দীন সাইয়েদ ‘রাইজিন’ (রিসিন) নামক একটি অত্যন্ত মারাত্মক বিষ প্রস্তুত করছিলেন।

Advertisements

এই উদ্দেশ্যে, তিনি ইতিমধ্যেই প্রয়োজনীয় গবেষণা শুরু করেছিলেন, সরঞ্জাম, কাঁচামাল সংগ্রহ করেছিলেন এবং এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় প্রাথমিক রাসায়নিক প্রক্রিয়াজাতকরণ শুরু করেছিলেন।” এটিএস এবং কেন্দ্রীয় সংস্থাগুলি এখন রাসায়নিকের উৎস খুঁজে বের করতে এবং রিসিনের কোনও পরীক্ষামূলক প্রস্তুতি শুরু হয়েছে কিনা তা নির্ধারণ করতে জব্দ করা উপাদান এবং ইলেকট্রনিক প্রমাণ বিশ্লেষণ করছে।

আহমেদ মহিউদ্দিন সাইয়্যেদের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা এবং গুজরাট এটিএস-এর যুগ্ম অভিযানে উত্তর প্রদেশ ও হায়দরাবাদ থেকে আরও দুজনকে গ্রেফতার কড়া হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা বৃহত্তর আইসিস-সংশ্লিষ্ট নেটওয়ার্কের অংশ ছিল।