লোকসভা ভোটের আগে দেশে ফের আইসিস (ISIS) জঙ্গিদের গ্রেফতার করা হল। বুধবার গ্রেফতার করা হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) ইন্ডিয়ার প্রধান হারিস ফারুকিকে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে আসামের ধুবড়িতে যাওয়ার পর ফারুকী ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।
এদিকে আসাম পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি গোস্বামী জানিয়েছেন, ‘ধর্মশালা এলাকা থেকে ফারুকি ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে এসটিএফ। ধরা পড়ার পর দু’জনকেই গুয়াহাটিতে এসটিএফ অফিসে নিয়ে আসা হয়। আমরা ফারুকীর সম্পর্কে তথ্য পেয়েছিলাম, তাই আমরা তাকে ধরার পরিকল্পনা করেছিলাম।’
তিনি আরও জানিয়েছেন, হারিস ফারুকি উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা। তার সহযোগীকে অনুরাগ সিং ওরফে রেহান হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সে পানিপথের বাসিন্দা। রেহান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। এদিকে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে বড় বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লিখেছেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং আমাদের জাতির মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করব ধন্যবাদ আসাম পুলিশ।’
We shall continue our fight against the fundamentalist and eradicate terrorism from the soil of our nation under the leadership of the Honorable Prime Minister @narendramodi .
Thank you, @assampolice https://t.co/lVhm8uwto4— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) March 21, 2024