স্ট্যালিনকে সরাতে বিজেপির তুরুপের তাস ‘থলপতি’ বিজয়?

নয়াদিল্লি: কারুরের মৃত্যুমিছিলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি (BJP), বলে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। এবার দক্ষিনী সুপারস্টার তথা তামিলাগা ভেট্টরি…

নয়াদিল্লি: কারুরের মৃত্যুমিছিলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি (BJP), বলে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। এবার দক্ষিনী সুপারস্টার তথা তামিলাগা ভেট্টরি কাজিগাম (TVK) দলের প্রধান ‘থলপতি’ বিজয়কে (Vijay) নির্বাচন আবহে ‘কাজে লাগাতে চলেছে বিজেপি’, বলে মনে করা হচ্ছে।

Advertisements

সূত্রের খবর, গত ২৭ সেপ্টেম্বর কারুরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরের দিনই বিজয়ের (Vijay) সঙ্গে যোগাযোগ করে বিজেপি। বছর ঘুরলেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। ডিএমকে অন্যায়ভাবে ‘টার্গেট’ করলে পাশে আছে বিজেপি, বলে বিজয়কে আশ্বাস দিয়েছেন এক বরিষ্ঠ বিজেপি নেতা, বলে সূত্রের খবর। শুধু তাই নয়, বিজয়কে ধৈর্যও রাখতে বলেছেন ওই বিজেপি নেতা।

   

বস্তুত, কারুরের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু এবং প্রায় ৬০-এরও বেশি মানুষ আহত হওয়ার পর কার্যত টালমাটাল বিজয়ের রাজনৈতিক কেরিয়ার। এই পরিস্থিতিতে যারা তাঁকে সাহায্য করছে, আশ্বাস দিচ্ছে, তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। জানা গিয়েছে, বিজেপির পাশাপাশি টিভিকে-র সঙ্গে যোগাযোগ করেছিল কংগ্রেসও। ইঙ্গিত দিয়েছিল যে জাতীয় দলগুলি কারিরের ঘটনাকে দ্রাবিড় প্রধান দল, ডিএমকে এবং এআইএডিএমকে-র আধিপত্য মেটানোর সুযোগ হিসেবে দেখছে।

২০২৬ ভোটের আগে তামিলনাড়ুতে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

বছর ঘুরলেই তামিলনাড়ুতে বিধাসভা ভোট। তার আগে রাজ্যে রাজনৈতিক সমীকরণ অন্য মোড় নিতে পারে বলে মনে করছেন রাজনীতিকরা। নির্বাচনে একাই লরবেন বলে ঘোষণা করেছিলেন তিভিকে প্রধান বিজয়। কিন্তু ২৭ সেপ্টেম্বরের ঘটনার পর বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিজেপি ভাবছে, আসন্ন নির্বাচনে বিরোধীদের চরম প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছেন স্ট্যালিন। তাই টিভিকে-র উপর জনগণের দৃষ্টি ঘুরিয়ে বিরোধী-ভোট কাটানোর চেষ্টা করছেন তিনি।

প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বরের ঘটনার পরেই কারুরে ছুটে গিয়েছিলেন নির্মলা সীতারামন, এল মুরুগানের মত কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রীরা। পাশাপাশি, ডিএমকে যতই বিজয়ের বিরুদ্ধে অভিযোগ করুক না কেন, দুর্ঘটনার দায়ভার নির্বাচিত রাজ্য সরকারকেই নিতে হবে বলে সরব এনডিএ।

বিজয়কে কাজে লাগাতে চাইছে বিজেপি

তামিল সুপারস্টার তথা রাজনীতিক বিজয়ের (Vijay) বাগ্মীতা এবং জনপ্রিয়তা নির্বাচনে এনডিএ-এর একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে বলে মনে করছে বিজেপি। শুধু তাই নয়, বিজয়ের জনপ্রিয়তা ডিএমডিকে এবং এনটিকের মতো ছোট দলগুলি থেকে ভোটারদের টিভিকে-র দিকে নিয়ে যাবে বলেও আশাবাদী তাঁরা।

কিন্তু বিজেপি সাবধানতার সাথে পদক্ষেপ নিতে চায় কারণ তারা এআইএডিএমকে-এর সাথে তাদের জোট ভেঙে ফেলতে চায় না। যদি বিজয় এআইএডিএমকে-এর মত দক্ষিণের শক্তিশালী সংগঠনের সঙ্গে মিলিত হয়ে, তাহলে দক্ষিণে এনডিএ-এর জোট আরও শক্তিশালী হবে বলে আশা করছে গেরুয়া শিবির।