পাটনা: ১৯৭১-এ বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় একজন নারী হওয়া সত্ত্বেও মোদীর (Narendra Modi) থেকে ইন্দিরা গান্ধী (Indira Gandhi) বেশি সাহস দেখিয়েছিলেন! বৃহস্পতিবার বিহারের নালন্দার জনসভা থেকে নরেন্দ্র মোদীকে কার্যত ‘ধুয়ে দিলেন’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি বলেন, “১৯৭১-এ বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় ভারতকে ভয় দেখাতে বিমান এবং নৌবাহিনী পাঠিয়েছিল আমেরিকা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমরা তোমাদের নৌবাহিনীকে ভয় পাই না! তোমাদের যা করার করো, আমাদের যা করার তাই করব।”
রাহুল আরও বলেন, “ইন্দিরা গান্ধী একজন মহিলা হলেও এই লোকটির (মোদী) চেয়েও তাঁর সাহস বেশি ছিল। নরেন্দ্র মোদী (Narendra Modi) কাপুরুষ! আমেরিকার রাষ্ট্রপতির বিরুদ্ধে দাঁড়ানোর মতো দূরদৃষ্টি বা ক্ষমতা তাঁর নেই। আমি তাঁকে চ্যালেঞ্জ করছি, নরেন্দ্র মোদীর যদি সাহস থাকে তাহলে বিহারের যেকোনো সভায় দাঁড়িয়ে তিনি বলুক যে আমেরিকার রাষ্ট্রপতি মিথ্যা বলছেন এবং তিনি (প্রধানমন্ত্রী মোদী) তাঁর কাছে মাথা নত করেননি।” মূলত, ট্রাম্পের ‘অপারেশন সিঁদুর’ বন্ধ করার দাবীর প্রেক্ষিতেই এই জ্বালাময়ী মন্তব্য করেন রাহুল।
ট্রাম্পের মুখে ৫০-এরও বেশি বার ভারত-পাক যুদ্ধ বন্ধের দাবী!
প্রসঙ্গত, মঙ্গলবারেই ফের দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) এর প্রধান নির্বাহী কর্মকর্তাদের মধ্যাহ্নভোজে ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করার কৃতিত্ব দাবী করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) এর প্রধান নির্বাহী কর্মকর্তাদের মধ্যাহ্নভোজে গিয়ে ট্রাম্প দাবী করেন, তাঁরই মধ্যস্থতায় ভারত-পাক যুদ্ধ বন্ধ হয়েছিল।
যার পরিপ্রেক্ষিতে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন, “আমেরিকার রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীকে ৫০ বার অপমান করেছেন। ট্রাম্প দাবী করেছেন, তিনিই মোদীকে ফোন করে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) বন্ধ করতে বলেছিলেন এবং দুই দিনের মধ্যে ‘অপারেশন সিন্দুর’ বন্ধ করে দেন মোদী। নরেন্দ্র মোদীর এটুকু বলার সাহস নেই যে, “আমেরিকার রাষ্ট্রপতি মিথ্যা বলছেন।” রাহুল আরও বলেন, “নরেন্দ্র মোদীর ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু ভয়ে তিনি তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন না! তিনি লুকিয়ে বসে আছেন! নরেন্দ্র মোদীর সাহস নেই!”


