IPL: বেটিংয়ে টাকা খুইয়ে আত্মঘাতী মা ও ছেলে

এক ঋণ থেকে বাঁচতে আরও এক ঋণের জাল থেকে বের হওয়ার উপায় ছিল না। ফল হলো মারাত্মক। আত্মঘাতী মা ও ছেলে। বছর চারেক আগে মেয়ের…

IPL betting

এক ঋণ থেকে বাঁচতে আরও এক ঋণের জাল থেকে বের হওয়ার উপায় ছিল না। ফল হলো মারাত্মক। আত্মঘাতী মা ও ছেলে। বছর চারেক আগে মেয়ের বিয়ে দিয়েছিলেন। ঘটা করে মেয়ের বিয়ে দিতে অনেক টাকা ধারদেনা করেছিলেন এক মহিলা। কোনওভাবেই সেই ঋণ মেটাতে পারছিলেন না। শেষ পর্যন্ত ওই মহিলা ভেবেছিলেন আইপিএলে (IPL) বেটিং টাকা খাটিয়ে মোটা অঙ্কের অর্থ ঘরে তুলবেন। যা দিয়ে সব ঋণ শোধ করবেন।

যে ম্যাচে যে দলের উপরেই টাকা লাগাচ্ছিলেন সেখানেই হেরে যাচ্ছিলেন। নতুন করে আরও ঋণ করে একেবারে পথে বসেন ওই মহিলা। শেষ পর্যন্ত অসম্মান ও অপমানের হাত থেকে বাঁচতে চরম সিদ্ধান্ত নিলেন মা ও ছেলে। বিষ খেয়ে আত্মহত্যা করলেন তাঁরা।

   

ওড়িশার রায়গড় জেলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ৫৫ বছরের মা ও তাঁর ২২ বছরের ছেলে শুক্রবার রাতে বিষ খান। প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন আগে এক পাওনাদার বাইরে থেকে বাড়িতে তালা লাগিয়ে দিয়েছিল। খবর পেয়ে পুলিশ এসে মা ও ছেলেকে উদ্ধার করে।

পাওনাদারদের কাছে এভাবে চরম হেনস্তার পর মরিয়া হয়ে ওঠেন মা ও ছেলে। রাতারাতি টাকা রোজগারের জন্য আইপিএল বেটিংয়ে টাকা লাগান তাঁরা। তবে টাকা ধার করেই তাঁরা বেটিংয়ে লাগান। যে ম্যাচে যে দলের হয়ে টাকা খাটাচ্ছিলেন তারাই হারছিল। পাওনাদারদের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন মা ও ছেলে।

প্রতিবেশীরাই ওই মহিলার বাড়ি থেকে গোঙানির আওয়াজ পেয়ে ছুটে যান। সঙ্গে সঙ্গেই মা ও ছেলেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে রায়গড় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। শনিবার দুপুরে মৃত্যু হয় ছেলের। রাতের দিকে মৃত্যু হয় মায়ের।

প্রতিবেশীরা আরও জানিয়েছেন, কয়েকদিন ধরে খাবার জোটেনি মা ও ছেলের। বৃহস্পতিবার কয়েকজন পাওনাদার বাড়িতে এসে ঝামেলা করে। টাকা আদায় করতে ঘর থেকে ফ্রিজ, ইনভার্টার-সহ বেশ কিছু দামি জিনিস তুলে নিয়ে যায়। এর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মা ও ছেলে। অবশেষে শুক্রবার রাতে বিষ খান তাঁরা।