ফের অশান্ত মণিপুর,সংঘর্ষবিরতি’ বাতিলের দাবিতে মেইতেইদের বিক্ষোভ জোরদার, পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

মণিপুর আবার উত্তপ্ত। সংঘর্ষ, উসকানি, (Manipur) এবং জাতিগত উত্তেজনায় জর্জরিত এই উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য নতুন করে হিংসার মুখে দাঁড়িয়ে। শনিবার রাত থেকে পরিস্থিতি এতটাই উত্তাল…

Internet Suspended in 5 Districts of Manipur Following Arrest of Meitei Leaders

মণিপুর আবার উত্তপ্ত। সংঘর্ষ, উসকানি, (Manipur) এবং জাতিগত উত্তেজনায় জর্জরিত এই উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য নতুন করে হিংসার মুখে দাঁড়িয়ে। শনিবার রাত থেকে পরিস্থিতি এতটাই উত্তাল (Manipur) হয়ে উঠেছে যে প্রশাসন বাধ্য হয়ে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, বিষ্ণুপুর এবং কাকচিং—এই পাঁচ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয়।(Manipur) 

Advertisements

এই সিদ্ধান্তের নেপথ্যে মূলত রয়েছে এক মেইতেই সংগঠনের শীর্ষনেতা(Manipur) এবং পাঁচ স্বেচ্ছাসেবকের গ্রেপ্তার। পুলিশ সূত্রে খবর, ‘আরামবাই টেঙ্গল’ নামে পরিচিত এক কট্টরপন্থী মেইতেই গোষ্ঠীর এই নেতা ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে হিংসায় উসকানির অভিযোগ রয়েছে। তাঁদের গ্রেপ্তারের পরে রাজ্যজুড়ে মেইতেই সম্প্রদায়ের মধ্যে প্রবল অসন্তোষ ছড়িয়ে পড়ে(Manipur) 

   

সংঘর্ষবিরতি চুক্তি বাতিলের দাব(Manipur) 

এই পরিস্থিতিতে আরও এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি সামনে এসেছে। মেইতেই সংগঠনগুলির তরফে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি জঙ্গিদের স্বাক্ষরিত ‘সংঘর্ষবিরতি’ (Suspension of Operations – SoO) চুক্তি (Manipur) বাতিল করার জোরালো আহ্বান জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, এই সংঘর্ষবিরতি চুক্তির আড়ালে কুকি গোষ্ঠীর একাংশ বারবার মেইতেই জনগোষ্ঠীর উপর আক্রমণ চালাচ্ছে এবং হিংসা ছড়াচ্ছে(Manipur) 

মেইতেই নেতাদের মতে, এই চুক্তি যত দিন বলবৎ থাকবে, তত দিন রাজ্যে প্রকৃত শান্তি সম্ভব নয়। তাই সংঘর্ষবিরতির মাধ্যমে কেন্দ্র যে ধরনের সাময়িক স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করছে, তা ব্যর্থ বলেই দাবি করেছেন তাঁরা(Manipur) 

প্রশাসনের পদক্ষে(Manipur) 

সোশাল মিডিয়ায় ওই পাঁচ মেইতেই নেতার গ্রেপ্তারের পরে প্রচুর উসকানিমূলক ভিডিও ও বার্তা ছড়িয়ে পড়ে। অনেক পোস্টে সরাসরি সহিংসতার আহ্বান জানানো হয়, যা রাজ্যে নতুন করে দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে, শনিবার রাত পৌনে বারোটা নাগাদ মণিপুর পুলিশ পাঁচ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয়(Manipur) 

মণিপুর পুলিশের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘‘সোশাল মিডিয়ায় যেভাবে ভুয়ো খবর, গুজব ও উসকানিমূলক পোস্ট ছড়াচ্ছে, তাতে রাজ্যে ফের বড়সড় হিংসার আশঙ্কা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পাঁচ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।’’(Manipur) 

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার মেইতেই এবং কুকি—দুই গোষ্ঠীর(Manipur) মধ্যে শান্তি বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং-এর নেতৃত্বাধীন সরকারকে একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

অন্যদিকে, মেইতেই সংগঠনগুলির দাবি, তাঁদের নেতাদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং কুকিদের রক্ষা করতে সরকার ‘দুর্ব্যবহার করছে’।

শান্তির খোঁজে মণিপু(Manipur) 

উল্লেখ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে মণিপুরে জাতিগত উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, পাল্টা আক্রমণ ও ধ্বংসযজ্ঞে (Manipur) মানুষের প্রাণ গিয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।

বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সাময়িক শান্তি রক্ষা করা গেলেও, দীর্ঘমেয়াদি শান্তির জন্য যে রাজনৈতিক সদিচ্ছা, সংলাপ এবং ন্যায়ের প্রয়োজন, তা এখনও অধরা। মণিপুরবাসী আজও সেই শান্তির আশায় দিন গুনছে(Manipur)