সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে নবজাতকের মৃত্যু! ক্ষুব্ধ রাহুল

নয়াদিল্লি: ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়কে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মধ্যপ্রদেশের ইন্দোরের মহারাজা যশবন্ত রাও…

Election Commission

নয়াদিল্লি: ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়কে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মধ্যপ্রদেশের ইন্দোরের মহারাজা যশবন্ত রাও সরকারি হাসপাতালের ঘটনায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) এবং নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রাহুল বলেন, “এটা দুর্ঘটনা নয়, খুন!” শিশুমৃত্যুর ঘটনাটিকে “ভয়ঙ্কর, অমানবিক, অসংবেদনশীল” বলে উল্লেখ করে রাহুল বলেন, “শোনা মাত্রই শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যাচ্ছে। কেবলমাত্র সরকারের গাফিলতির জন্য আজ এক মায়ের কোল খালি হয়ে গেল”। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, “লজ্জায় মাথা নীচু হয়ে যাওয়া উচিৎ”!

   

বস্তুত, গত ৩০ এবং ৩১ আগস্ট রাতে হাসপাতালের শিশুবিভাগে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু হয়। জানা গিয়েছে, একটি শিশুর হাতে এবং আর একজনের কাঁধের কাছে ইঁদুরের কামড়ের দাগ দেখা যায়। মঙ্গলবার মাত্র ১২০০ গ্রাম ওজনের একটি শিশুর মৃত্যু হয়। দ্বিতীয় শিশুটির মৃত্যু হয় বুধবার। যদিও চিকিৎসকদের তরফে জানানো হয় যে ভয়াবহ ইনফেকশন এবং জন্মগত সমস্যার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

Advertisements

তবে হাসপাতালের শিশুবিভাগে একাধিক ইঁদুরের উপস্থিতির জেরে বিতর্ক শুরু হয়। মহারাজা যশবন্ত রাও হাসপাতালের ডিন ডঃ অরবিন্দ ঘাঙ্ঘোরিয়া হাসপাতালের নিরাপত্তা ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, উচ্চস্তরীয় কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় দায়িত্বে থাকা হাসপাতাল কর্মীদের নিলম্বিত করে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।