রানওয়ে থেকে পিছলে গেল বিমান, কেঁপে উঠলেন যাত্রীরা

ফের বিমান বিভ্রাটের জেরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমান হঠাৎ রানওয়ে থেকে পিছলে তীরে চলে যায়, যার পরে পাইলট কোনও রকমে…

রানওয়ে থেকে পিছলে গেল বিমান, কেঁপে উঠলেন যাত্রীরা

ফের বিমান বিভ্রাটের জেরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমান হঠাৎ রানওয়ে থেকে পিছলে তীরে চলে যায়, যার পরে পাইলট কোনও রকমে তা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। অসমের জোরহাট থেকে কলকাতা যাওয়ার কথা ছিল বিমানটির ৷ কিন্তু টেকঅফের আগেই ঘটে যায় এই ঘটনা ৷ এ ঘটনায় যাত্রীদের কেউ আহত না হওয়ায় সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। পরে অন্য একটি ফ্লাইটে যাত্রীদের পাঠানো হয়।

ইন্ডিগোর পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতিও জারি করা হয়েছে। ইন্ডিগোর ফ্লাইট ৬ই-৭৫৭ জোরহাট থেকে কলকাতার দিকে যাচ্ছিল, কিন্তু বিমানবন্দরে ফিরে যেতে হয়। বিমানটি যখন ধীরে ধীরে চলতে শুরু করে, তখন পাইলটকে বলা হয় যে বিমানের চাকা ঘাসের মধ্যে চলে যাচ্ছে, যার পরে নিয়ম অনুযায়ী, পাইলট বিমানটিকে থামিয়ে প্রয়োজনীয় চেকিংয়ের জন্য অনুরোধ করেন। বিমানটিকে জোরহাট বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় এবং তদন্ত শুরু করা হয়। সতর্কতা হিসেবে বাতিল করা হয়েছে বিমানটি। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে বিমানে কোনও ত্রুটি ধরা পড়েনি।

Advertisements

উল্লেখ্য, এর আগে ইন্ডিগোর বিমানে প্রযুক্তিগত ত্রুটির একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। একই মাসে শারজাহ থেকে হায়দ্রাবাদগামী একটি ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। যার পর পাকিস্তানের করাচিতে বিমানটি অবতরণ করেন পাইলট। এই জরুরি অবতরণের পর যাত্রীদের করাচিতে নামিয়ে দেওয়া হলেও, সংস্থার তরফে অন্য একটি বিমানকে সেখানে পাঠিয়ে যাত্রীদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়।