HomeBharatআকাশে বোমাতঙ্ক: মুম্বইয়ে জরুরি অবতরণ ইন্ডিগো ফ্লাইটের

আকাশে বোমাতঙ্ক: মুম্বইয়ে জরুরি অবতরণ ইন্ডিগো ফ্লাইটের

- Advertisement -

কুয়েত থেকে হায়দরাবাদে যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমান (ফ্লাইট নম্বর 6E-1234)। মাঝআকাশেই বিপত্তি। হায়দরাবাদ বিমানবন্দরে ইমেল মারফত বোমা থাকার হুমকি পৌঁছতেই সতর্কতা জারি করে বিমানটিকে মুম্বইয়ে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। সোমবার ভোরে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি।

আইসোলেশন বে-তে বিমান

অবতরণের পরই ফ্লাইটটিকে পৃথক আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে CISF, বম্ব স্কোয়াড এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে খতিয়ে দেখছেন পুরো পরিস্থিতি। যাত্রীদের নিরাপদে নামিয়ে প্রয়োজনীয় সিকিউরিটি প্রোটোকল অনুসরণ করা হয়েছে বলেই জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।

   

ইন্ডিগো এবং মুম্বই বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, সকল যাত্রী সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছেন। ঠিক কী ধরনের হুমকি ইমেলে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি আইসোলেশন বে-তেই থাকবে।

বড় বিপদ থেকে রক্ষা IndiGo Kuwait Hyderabad Flight Bomb Threat

বোমা-হুমকি ঘিরে উদ্বেগ বাড়লেও কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত ও নিরাপত্তাজনিত সতর্কতার ফলে বড় কোনও বিপদের মুখে পড়তে হয়নি যাত্রীদের। তদন্ত চলায় এখনও পর্যন্ত হুমকির উৎস বা সত্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি। তদন্ত-সম্পর্কিত আরও বিস্তারিত পাওয়া যাবে বলেই জানিয়েছে প্রশাসন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular