Tuesday, October 14, 2025
HomeBharatIndigo: যাওয়ার কথা গুয়াহাটি যাত্রীরা পৌঁছে গেল ঢাকায়!

Indigo: যাওয়ার কথা গুয়াহাটি যাত্রীরা পৌঁছে গেল ঢাকায়!

তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিমান চলাচলে। যার জেরে মুম্বই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর (Indigo) একটি বিমানকে শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল।

Advertisements

ঘন কুয়াশার কারণে গুয়াহাটি বিমানবন্দরে দৃশ্যমানতা প্রায় শূন্য ছিল। ফলে বিমানটি আসামের গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে বিমানটি আসাম শহর থেকে ৪০০ কিলোমিটারেরও বেশি দূরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Advertisements

ইন্ডিগোর বিমানটি এদিন ঘন কুয়াশার জেরে গুয়াহাটি নামতে না পারায় ভোর চারটে নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ঘটনায় বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ উগরে দেন। বিমানে ছিলেন মুম্বই কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি সুরজ সিং ঠাকুর। তিনি ইম্ফলে ভারত ন্যায় জোড়ো যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু গুয়াহাটি বিমানবন্দরে নামতে না পারায় রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। জানা গেছে যাত্রীরা এখনও বিমানেই রয়েছেন। কখন বিমান ফের উড়বে তা নিশ্চিত নয়। দীর্ঘক্ষণ এভাবে বিমানে বসে থেকে যাত্রীরা ক্লান্ত, বিরক্ত।

মুম্বই যুব কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি এক্স (পূর্বে টুইটার) এ একটি পোস্টে তিনি বলেছিলেন যে, “আমি মুম্বই থেকে গুয়াহাটির জন্য ইন্ডিগো ৬ই ফ্লাইট নম্বর ৬ই ৫৩১৯ নিয়েছিলাম কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এর পরিবর্তে এটি ঢাকায় অবতরণ করে,” তিনি বলেন, “বিমানের সমস্ত যাত্রী তাদের পাসপোর্ট ছাড়াই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে।”

কংগ্রেস নেতা লিখেছেন, যাত্রীরা এখনও বিমানের ভিতরে রয়েছেন। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ৯ ঘণ্টা ধরে বিমানের ভেতরে আটকে রয়েছি। আমি ভারত জোডো ন্যায় যাত্রার জন্য মণিপুর (ইম্ফল) রওনা হয়েছি। দেখা যাক আমি কখন গুয়াহাটিতে পৌঁছাই এবং তারপর ইম্ফলে যাই।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের জরুরি অবস্থা নিয়ে ইন্ডিগোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে কেন ফ্লাইটটি ঢাকায় আনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments