ফের বিপদ! আহমেদাবাদে জরুরি অবতরণ সুরাট থেকে দুবাইগামী ইন্ডিগো ফ্লাইটের

সুরাট: ফের গুজরাতের আকাশে বিভ্রাট! সুরাট থেকে দুবাইগামী ইন্ডিগোর ফ্লাইট বৃহস্পতিবার সকালে আহমেদাবাদের শারদার ভল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল। ফ্লাইটটিতে প্রযুক্তিগত সমস্যার কারণে পাইলটরা…

IndiGo flight emergency landing

সুরাট: ফের গুজরাতের আকাশে বিভ্রাট! সুরাট থেকে দুবাইগামী ইন্ডিগোর ফ্লাইট বৃহস্পতিবার সকালে আহমেদাবাদের শারদার ভল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল। ফ্লাইটটিতে প্রযুক্তিগত সমস্যার কারণে পাইলটরা নিরাপদে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন। ফ্লাইটটির যাত্রীরা প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর আরেকটি ফ্লাইটের মাধ্যমে দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

এর আগেও জুলাই মাসে দিল্লি থেকে গোয়া যাচ্ছিল অন্য একটি ইন্ডিগো ফ্লাইটকে মুম্বাইয়ে জরুরি অবতরণ করতে হয়েছিল। সূত্রের খবর, ফ্লাইটের একটি ইঞ্জিনে সমস্যা ধরা পড়ার পর তা নিরাপদে অবতরণ করে। ওই ফ্লাইটটি ১৫ জুলাই রাত ৯.৪২ মিনিটে চত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

   
Advertisements

ইন্ডিগো এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, ৬ই ৬২৭১ নম্বর ফ্লাইটে সুরাট থেকে দুবাইগামী পথে একটি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তার কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব যাত্রীকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।