ফের মাঝ আকাশে বিপত্তি, চেন্নাইয়ে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

IndiGo’s Flight Duty Rules Spark Uproar Over Crew Safety
IndiGo’s Flight Duty Rules Spark Uproar Over Crew Safety

চেন্নাই: যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের আবহে ফের ঘটল মাঝ আকাশে বিপত্তি। শুক্রবার সকালেই চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হল ইন্ডিগোর একটি উড়ান। যান্ত্রিক ত্রুটির জেরে মাদুরাইগামী এই বিমানকে মাঝ পথ থেকেই ফিরিয়ে আনতে হয়।

চেন্নাই থেকে মাদুরাইয়ে যাওয়ার পথে বিপত্তি

সূত্রের খবর, সকাল ৭টা ৫৫ মিনিট নাগাদ ওই উড়ানটি চেন্নাই থেকে মাদুরাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। বিমানে ছিলেন ৬০ জনেরও বেশি যাত্রী। টেকঅফের কিছু সময় পরই পাইলট যান্ত্রিক গোলযোগের ইঙ্গিত পান। কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত নিয়ন্ত্রণ কক্ষে বার্তা পাঠানো হয়, এবং সবরকম নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে টেকঅফের প্রায় আধ ঘণ্টার মধ্যে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই উড়ান।

   

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বিমানে থাকা সমস্ত যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে যাত্রীদের মাদুরাই পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

একের পর এক ঘটনায় প্রশ্ন যাত্রী নিরাপত্তা ঘিরে IndiGo flight Emergency Landing

এটাই প্রথম নয়। বৃহস্পতিবারও দিল্লি থেকে লেহ-গামী ইন্ডিগোর একটি উড়ান মাঝ আকাশে যান্ত্রিক সমস্যায় পড়ে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই বিমানকেও ফিরিয়ে আনা হয় দিল্লি বিমানবন্দরে। জানা গিয়েছে, ওই বিমানে ক্রু-সহ মোট ১৮০ জন যাত্রী ছিলেন। যদিও শেষ পর্যন্ত সবাই নিরাপদে থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়।

এদিকে গত সপ্তাহেই আমেদাবাদে একটি দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে দানা বাঁধে নিরাপত্তা ঘিরে আশঙ্কা। পাশাপাশি দেশের একাধিক বিমানবন্দরে বোমা হুমকি-সহ নানা সতর্কবার্তা মিলেছে। তার পরেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই পরিস্থিতিতে একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনা এয়ারলাইন সংস্থাগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন