কাঠমাণ্ডু: নেপালের পোখরা শহরে “জেন জেড” ছাত্র-যুব আন্দোলনের তাণ্ডবে বিপাকে পড়েছেন ভারতীয় পর্যটকরা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিয়ো বার্তায় ভারতীয় নাগরিক উপাসনা গিল চোখের জল ফেলতে ফেলতে জানিয়েছেন, তিনি অল্পের জন্য প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন।
ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, “আমি উপাসনা গিল। ভারত সরকারের কাছে fহাত হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাদের বাঁচান। আমার হোটেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, সমস্ত লাগেজ পুড়ে ছাই। লাঠিসোঁটা হাতে দাঙ্গাকারীরা আমার পিছু নিয়েছিল। প্রাণ হাতে নিয়ে কোনোমতে পালিয়ে এসেছি। পর্যটকদেরও ওরা ছাড়ছে না,” ভিডিওতে শোনা যায় তাঁর কণ্ঠ।
উপাসনা দাবি করেছেন, তিনি নেপালে একটি ভলিবল লিগ আয়োজনের কাজে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ হিংসা চরমে উঠলে পর্যটকরাও বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হন।
ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নাগরিকদের উদ্দেশে জরুরি সতর্কবার্তা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, আপাতত নেপালে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। যারা ইতিমধ্যেই নেপালে রয়েছেন, তাঁদের নিজ নিজ স্থানে থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস প্রকাশ করেছে বিশেষ হেল্পলাইন নম্বর—
977-9808602881 (WhatsApp কল)
977-9810326134 (WhatsApp কল)
সীমান্তে ফিরতি ঢল indian tourists stranded nepal
এদিকে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনৌলি সীমান্ত দিয়ে বুধবার ভিড় করে দেশে ফিরেছেন শতাধিক ভারতীয় পর্যটক। কারও কারও ফ্লাইট মাঝপথে বাতিল হয়ে যাওয়ায় তাঁদের হোটেলে রাত কাটিয়ে সড়কপথে ফিরে আসতে হয়েছে।
ভোপালের বাসিন্দা প্রমিলা সাক্সেনা জানান, “আমরা ৬০ জন প্রবীণ ভক্ত পশুপতিনাথ মন্দির দর্শনে যাচ্ছিলাম। বিমানবন্দরেই জানানো হল ফ্লাইট বাতিল। সীমান্তে আটকে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই দেশে ফিরতে হচ্ছে।”
আরও এক যাত্রী আশোকের কথায়, “কাঠমান্ডু যাওয়ার টিকিট ছিল, কিন্তু সব বাতিল হয়ে গেছে। একরাত লজে থেকে শেষমেশ বাড়ি ফিরছি।”
নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া ছাত্র-যুব বিক্ষোভ এখন পরিণত হয়েছে দুর্নীতি ও রাজনৈতিক উদাসীনতার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে। রাজধানীসহ বিভিন্ন শহরে সরকারি ভবন, সংসদ ভবন ও নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এ পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে সহিংসতায়।
চাপে পড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ ঘোষণা করেছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। দেশের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল নাগরিকদের শান্তিপূর্ণ আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন।
Bharat: Indian tourists are stranded in Nepal’s Pokhara as violent Gen Z protests target travelers. One Indian, Upasana Gill, shared a tearful video describing a narrow escape as her hotel was burned down. The Indian Embassy issues a travel advisory.