বেশ কয়েকটি বড় দুর্ঘটনার পরই টনক নড়ল ভারতীর রেলের। সম্প্রতি উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবে পড়ে। দূরপাল্লার ওই যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা মেরেছিল এরটি পন্যবাহী ট্রেন। তখনই প্রশ্ন উঠেছিল পূর্ব রেলের পরিকাঠামো নিয়ে। কেন রেল চালকের সংখ্যা পর্যাপ্ত নয়? সেই প্রশ্নেই তোলপাড় পড়ে। এসবের পরই বড় পদক্ষেপ করল রেল। জানিয়ে দেওয়া হল, সহকারী লোকোপাইলট পদে দেশব্যাপী হাজার হাজার নিয়োগের কথা। তবে, প্রয়োজনের তুলনায় রেল চালক কম থাকার বিষয়টি উড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলের তরফে দাবি, খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করেন। ফলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালকের পদ খালি হয়। তখন প্রয়োজন অনুযায়ী সেই সব ফাঁকা পদে নতুন ট্রেন চালকদের নিয়োগ করা হয় বা জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে শূন্য পদগুলি পূরণ করা হয়ে থাকে। যেমন আগামী অগস্ট মাসে প্রায় ১ হাজার ২৬০ জন জুনিয়র ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি লোকো পাইলট বা সহকারী লোকো পাইলটের পদ পূরণ করা হবে।
‘বিজেপিতে যোগ দিতে চাইছেন কুণাল ঘোষ’, বোমা ফাটালেন কল্যাণ
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের দাবি, ‘রেলে প্রতিমাসে প্রতি মানুষ অবসর নেন। তবে প্রচুর পদ খালি আছে। নিয়োগ নেই এই খবর সম্পূর্ণ সত্য নয়। অগাস্ট মাসে ১ হাজার ২৬০ জন ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে। এছাড়া সর্বভারতীয় ক্ষেত্রে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখলেই ক্রমে সব জানতে পারবেন আগ্রহী প্রার্থীরা।’
রেলের তরফে ভবিষ্যতের রেল চালক হতে আগ্রহীদের জন্য বিরাট সুখবর শোনা যাচ্ছে। জানা গিযেছে যে, খুব তাড়াতাড়ি ১৫ হাজার পদে সহকারী লোকো পাইলটের নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। নিয়মিত ব্যবধানে RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) ওয়েবসাইটের মাধ্যমে তথ্য মিলবে।