দূরত্ব মাত্র ৩ কিমি, জানের কোনটা ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম ট্রেন রুট?

Indian Railway

বৈচিত্রে ভরা বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল। প্রায় ১,১৫,০০০ কিলোমিটার এলাকাজুড়ে দেশের রেলপথ বিস্তৃত। ভারতের ৭,৩৪৯টি স্টেশন থেকে প্রতিদিন গড়ে ২০ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন এবং ৭ হাজারটিরও বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। কিন্তু বলতে পারবেন ভারতীয় রেলের কোন ট্রেন রুট সবচেয়ে ক্ষুদ্রতম? এ জবাব অনেকেরই অজানা।

ট্রেনে করে গন্তব্যে পৌঁছতে কখনও লাগে দেড় থেকে দু’দিন, আবার কখনও কেবল কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। তবে এই ভারতে এমন একটি ট্রেন রুট রয়েছে যেখানে ট্রেনে চড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় যাত্রা পথ! পায়ে পায়ে হেঁটে গেলে লাগবে মাত্র ৪৫ মিনিট। আর ওই পথই ট্রেনে গেলে, ট্রেনে উঠে বসতে বসতেই চলে আসবে গন্তব্য। এতটাই ছোট এই ট্রেনের রুট। জানেন ভারতের সব থেকে ছোট ট্রেন রুট কোনটি?

   

৬ ইঞ্জিন-২৯৬ কোচ, দৈর্ঘ্য সাড়ে প্রায় ৩ কিমি! জানেন ভারতীয় রেলের এই ট্রেনের নাম?

ভারতের সব থেকে ছোট ট্রেন রুট হল মহারাষ্ট্রের নাগপুর থেকে আজনি পর্যন্ত। এই রুটের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। যা ট্রেনে যেতে সময় লাগে মাত্র ৮ থেকে ৯ মিনিট। তবে তাই বলে এই রুটকে আবার লোকাল ট্রেনে ভেবে বসবেন না! অনান্য দূরপাল্লার ট্রেনের মতই এই রুটেও চলে এক্সপ্রেস ট্রেন। যেখানে কেবল চেয়ারকার নয়, থাকে জেনারেল, স্লিপার ক্লাস এবং এসি ট্রেনের কামরা। অনান্য ট্রেনের মতোই এই রুটেও ট্রেনের টিকিট আগে থেকে কেটে অর্থাৎ রিসার্ভ করে রাখতে হয়।

ভারতীয় রেলের এই টিকিটের বৈধতা টানা ৫৬ দিন! একবার কাটলেই কেল্লাফতে

তবে বেশিরভাগ মানুষ স্লিপার এবং এসি ছেড়ে জেনারেল ক্লাসের টিকিট কাটতেই বেশি পছন্দ করেন। কারণ মাত্র ৩ কিলোমিটার রাস্তার জন্য বেশি টাকা খরচকে বাতুলতাই বলে মনে করেন বেশিরভাগ যাত্রী। নাগপুর থেকে আজনি পর্যন্ত রুটে ট্রেনের জেনারেল ক্লাসের টিকিটের দাম ৬০ টাকা। স্লিপার ক্লাসের টিকিট মূল্য ১৪৫-১৭৫ টাকা। এসি ৩ টায়ারের দাম ৫৫৫টাকা। এসি ২ টায়ারের দাম ৭৬০ টাকা ও এসি প্রথম ক্লাসের টিকিটের দাম ১,২৫৫ টাকা।

স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের কামরা খুঁজে পেতে হিমশিম অবস্থা? একেবারে সহজ সমাধান পূর্ব-রেলের

একক্ষণ ধরে জানলেন ভারতীয় রেলের ক্ষুদ্রতম রুটের খুঁটিনাটি। কিন্তু জানের দীর্ঘ্যতম রুট কোনটা? এ দেশের দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকার শীর্ষে রয়েছে বিবেক এক্সপ্রেস। এটি সপ্তাহে একবার ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে। এই সাপ্তাহিক ট্রেনটি বর্তমানে ভারতের দীর্ঘতম এবং বিশ্বের ২৪তম (দূরত্ব ও সময়ের পরিপ্রেক্ষিতে) ট্রেন রুটের। এই রুটটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ৪,২৭৩ কিলোমিটার দূরত্ব। দীর্ঘ এই পথ অতিক্রম করতে প্রায় ৮০ ঘন্টা সময় লাগে। মাঝে পড়ে ৯টি রাজ্যের ৫৫টি স্টেশন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন