নয়াদিল্লি: উৎসবের ভিড় সামাল দিতে এবং একইসঙ্গে যাত্রীদের আরও সুবিধা দিতে নয়া উদ্যোগ নিল ভারতীয় রেল। আসন্ন পুজো মরশুমে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বিশেষ রাউন্ড ট্রিপ প্যাকেজ স্কিম (Indian Railways round trip offer), যার মাধ্যমে রিটার্ন জার্নির টিকিটে মিলবে ২০ শতাংশ ছাড়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের প্রতিক্রিয়া এবং চাহিদা যাচাই করেই স্থায়ীভাবে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। ১৪ অগাস্ট থেকে কার্যকর হবে এই নতুন ব্যবস্থা।
রেল সূত্রে খবর, এই স্কিমের আওতায় প্রথম পর্যায়ে যাত্রীরা ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের যাত্রাকালের জন্য প্রথম টিকিট বুক করতে পারবেন। রিটার্ন টিকিট বুকিংয়ের সময়কাল নির্ধারিত হয়েছে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। তবে এই সুবিধা পেতে গেলে যাওয়া এবং ফেরার দু’পিঠের টিকিট একই যাত্রীর নামে হতে হবে। রিটার্ন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড প্রযোজ্য হবে না, আর ছাড় মিলবে কেবল রিটার্ন টিকিটের বেস ভাড়ায়।
বুকিং প্রক্রিয়াতেও যুক্ত হয়েছে নতুনত্ব। ‘কানেক্টিং জার্নি ফিচার’-এর মাধ্যমে টিকিট কেটে তবেই এই ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। রেলের আশা, এর ফলে দীর্ঘ দূরত্বের যাত্রীরা যেমন লাভবান হবেন, তেমনই উৎসবের মরশুমে ভিড়ও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।
উল্লেখযোগ্যভাবে, প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। অধিকাংশ যাত্রী অনলাইনে IRCTC ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট কেটে থাকলেও, এখনও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনেন। রেলের টিকিট বাতিলের নিয়ম অনুযায়ী, যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে সার্ভিস চার্জ বাদে পুরো টাকা ফেরত দেওয়া হয়। ১২ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা আগে বাতিলে ২৫ শতাংশ, এবং ৪ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা আগে বাতিলে ৫০ শতাংশ কেটে নেওয়া হয়।
রেলের এই নতুন ছাড় স্কিম যাত্রীদের যাতায়াত আরও সাশ্রয়ী ও পরিকল্পনামাফিক করে তুলবে বলেই আশা কর্তৃপক্ষের।