রেল যাত্রীদের জন্য সুখবর! ১৮ কোটিরও বেশি মানুষ পাবেন এই বড় সুবিধা

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই রেলের (Indian Railways) উন্নয়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রধানমন্ত্রিত্বেই দ্রুতগামী (Indian Railways) বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু…

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই রেলের (Indian Railways) উন্নয়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রধানমন্ত্রিত্বেই দ্রুতগামী (Indian Railways) বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে বিশ্বের উচ্চতম রেলসেতু পেয়েছে দেশ। এবার কোটি কোটি দেশবাসীর জন্য বিরাট উদ্যোগ নিল ভারতীয় রেল।

মেল এবং এক্সপ্রেস ট্রেনে সাধারণ শ্রেণির (জেনারেল) কোচের সংখ্যা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর আওতায় অতিরিক্ত ২৫০০ সাধারণ কোচ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে স্বস্তি দেবে। এর ফলে বছরে অতিরিক্ত ১৮ কোটি যাত্রী সাধারণ কোচে যাতায়াত করতে পারবেন।

   

প্রয়াগরাজ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, স্লিপার এবং সাধারণ শ্রেণির কোচগুলিতে প্রচুর ভিড়ের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে রেলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই পরিস্থিতিতে রেলওয়ে বোর্ড মঙ্গলবারের বৈঠকে অতিরিক্ত ২৫০০ সাধারণ শ্রেণির কোচ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ, শুরু জল্পনা

ওই আধিকারিক জানিয়েছেন, মেল-এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনগুলিতে, সাধারণ কোচ থাকে দুই থেকে চারটি। নতুন পরিকল্পনা অনুযায়ী, যে সমস্ত ট্রেনে দুটি সাধারণ বগি রয়েছে, সেই সমস্ত ট্রেনে তা বাড়িয়ে চারটি করা হবে। যেখানে সাধারণ ক্যাটাগরির কোচ নেই, সেখানে দুটি কোচ যুক্ত করা হবে।

মেলে ১২৫০টি এবং এক্সপ্রেস ট্রেনে ২৫০০টি কোচ থাকবে

এক্সপ্রেস ট্রেনগুলিতে ২৫০০টি কোচ এবং মেল ট্রেনগুলিতে ১২৫০টি কোচ যুক্ত করা হবে। ১৫০ থেকে ২০০ যাত্রী ধারণ করতে পারার ক্ষমতা রয়েছে নতুন কোচগুলির। প্রতিদিন অন্তত পাঁচ লক্ষ অতিরিক্ত যাত্রী ২৫০০টি কোচে সফর করতে পারবেন।

ভারত-বাংলাদেশের পারস্পরিক সামরিক সহযোগিতায় জোর, এক ডজন সমঝোতা

অর্থাৎ, মেল-এক্সপ্রেস ট্রেনের এই সাধারণ কোচে বার্ষিক ১৮ কোটি ২৫ লক্ষের বেশি যাত্রী বহন করার ক্ষমতা থাকবে। এই সমস্ত কোচ চলতি আর্থিক বছরেই প্রস্তুত হয়ে যাবে। জেনারেল কোচের পাশাপাশি ১৩৭৭টি স্লিপার ক্লাস কোচও তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

এক দশকে কোচ উৎপাদন বেড়েছে

গত এক দশকে ভারতীয় রেলের কোচ উৎপাদন ক্ষমতা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫ আর্থিক বছরে, ৫৫৫টি এলএইচবি (মোট ৩০৪৫টি কোচ) উৎপাদিত হয়েছিল, সেখানে ২০২৩-২৪ সালে ৭১৫১টি কোচ তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল।

সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহুতলের উপরের তলা

এইভাবে, ২০২৪-২৫ অর্থাৎ চলতি আর্থিক বছরে ৮৬৯২টি কোচ তৈরি করা হবে। এবার অমৃত ভারত ট্রেনের (পুল-পুশ প্রযুক্তি) জন্য ৫০টি এসি, নন-এসি কোচ তৈরি করা হবে। বন্দে ভারত ট্রেনের জন্য ১৬০০টি কোচ তৈরি করা হবে।