দেবীপক্ষের সমাপ্তি হয়েছে। একে অপরকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে ব্যস্ত আপামর জনগণ। ভারতীয় রেলের (Indian Railway) পক্ষ থেকেও দেশবাসীর উদ্দেশ্যে শুভ বিজয়া জানানো হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের বাতিল, নিয়ন্ত্রণ এবং ঘুরপথে যাত্রা করার কথা ঘোষণা করেছে রেল। এক্সপ্রেস ট্রেন ছাড়াও কয়েকটি মেমু স্পেশাল রয়েছে সেই তালিকায়। চলুন দেখে নেওয়া যাক।
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল ট্রেনটি আগামী ২০ অক্টোবর বাতিল করা হচ্ছে। নিয়ন্ত্রণের তালিকাতেও রয়েছে বেশ কিছু ট্রেন। যার মধ্যে ০৩৫৯৪/০৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু স্পেশাল চলতি মাসের ১৫,১৭ ১৮ এবং ২০ তারিখ আদ্রা পর্যন্ত চালানো হবে।
১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ১৫,১৭ ১৮ এবং ২০ অক্টোবর আদ্রা পর্যন্ত চলবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। আবার ০৮১৭৪/০৮৬৫২ টাটানগর-আসানসোল বরাভূম মেমু এক্সপ্রেস এ মাসের ১৪ এবং ১৯ তারিখ ওই আদ্রা পর্যন্তই চালানো হবে।
#ser #IndianRailways pic.twitter.com/ThiVRT8iwY
— South Eastern Railway (@serailwaykol) October 12, 2024
পাশাপাশি একটি ট্রেন ভর্তি পথে চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)। এটি হচ্ছে ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস আগামী ১৪, ১৬ এবং ১৯ অক্টোবর চান্ডিল-গুন্দা বিহার মুরি এই ঘুর পথে চালানো হবে। এতকিছু করার কারণ আদ্রা বিভাগে রেলপথের উন্নয়ন বলে সাফাই দিয়েছে রেল।