উমা শ্বশুর বাড়ি ফিরে গিয়েছেন। আজ দ্বাদশী। এদিন বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তনের ঘোষণা নিয়ে হাজির হল ভারতীয় রেল (Indian Railway)। আবার বেশ কিছু ট্রেন ঘুরতি পথেও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২৬৬৫ হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস হাওড়া থেকে বিকেল ৪টে ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা লেটে চলবে এই ট্রেন। জানানো হয়েছে আজ সন্ধ্যে ৭টায় ছেড়ে যাবে ট্রেনটি। লিঙ্ক ট্রেন ঢুকতে দেরী করায় এই বিলম্ব বলে দায়ী করা হয়েছে।
অন্যদিকে, ২২৬৪১ থিরুবনন্তপুরম সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস ১০ ঘণ্টা ৩০ মিনিট লেট করে চলছে। এটি আজ সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটে খড়গপুর পৌঁছাবে বলে জানানো হয়েছে। আবার ১২৮৪০ চেন্নাই-হাওড়া এসএফ মেইল ১০ ঘণ্টা দেরিতে চলায় সকাল ৯টা ১৫ মিনিটে হাওড়াতে পৌঁছেছে।
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা কতটা জরুরি, জানুন
এদিকে হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেইল গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও আজ ভোর ৪টেয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এটিও লিঙ্ক ট্রেন দেরিতে ঢোকার ফলে ছাড়তে বিলম্ব করেছে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।