টার্গেট আরও বেশি গতি। ট্রেন জোরে ছোটাতে লাইনের ধারে শুরু হয়েছে বেড়া দেওয়ার কাজ। ফেন্সিং-এর জন্য লাগবে জমি। এ নিয়ে রাজ্যে সরকারের সাহায্য চাইছে রেল (Indian Railway)।
মাঝে মধ্যেই ট্রেনের সামনে। রেলে কাটা পড়ে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় গবাদি পশুরও মৃত্যু হয়। এতে সমস্যায় পড়েন হাই স্পিড ট্রেনের চালকরা। আগামী দিনে যেখানে গতি আরও বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে রেল, সেখানে এভাবে দুর্ঘটনা যেন বড় কাঁটা। এই সমস্যা মেটাতে লাইনের দু’পাশে বেড়া দিতেই হবে বলে মনে করছে রেল। সেই মতো কাজ শুরু হয়েছে এ রাজ্যেও। কিন্তু, ফেন্সিং-এর জন্য তো জমি দরকার। লাইনের পাশে রেলের অনেক জমি দখল হয়ে গিয়েছে। সেই জমি ফিরে পেতে রাজ্য সরকারের সাহায্য চাইছে রেল।
আসানসোল থেকে ঝাড়খণ্ডের জোসিডি এবং ডানকুনি থেকে খানার মধ্যে ফেন্সিং-এর কাজ চলছে। ধাপে ধাপে সব লাইনেই ফেন্সিং-এর পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের। কিন্তু এই কাজ করতে গিয়ে কিছু জায়গায় সমস্যায় পড়ছে রেল। যেমন হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া কিংবা উত্তর ২৪ পরগনায়। অভিযোগ অনেক জায়গায় লাইনের পাশে রেলের জমি দখল হয়ে গিয়েছে। দখল হয়ে যাওয়া জমি ফিরে পেতে অনেক জায়গায় কাজে দেরি হচ্ছে।
এই সমস্যা মিটিয়ে ফেন্সিংয়ের কাজ এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের সহযোগিতা চাইছে রেল।