আইফেল টাওয়ারের থেকেও উঁচু ব্রিজে ছুটল ট্রেন, বড় সাফল্য ভারতীয় রেলের

ফের একবার বড় সাফল্য পেল ভারতীয় রেল। ভারতে তৈরি বিশ্বের সবথেকে উঁচু ব্রিজে ফের একবার ছুটল ট্রেন। আজ কথা হচ্ছে চেনব ব্রিজ নিয়ে। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল…

ফের একবার বড় সাফল্য পেল ভারতীয় রেল। ভারতে তৈরি বিশ্বের সবথেকে উঁচু ব্রিজে ফের একবার ছুটল ট্রেন। আজ কথা হচ্ছে চেনব ব্রিজ নিয়ে। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের আওতায় যাঁরা ট্রেনে করে কাশ্মীর গিয়েছিলেন, তাঁদের স্বপ্ন পূরণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। বৃহস্পতিবার, সাঙ্গালদান থেকে রিয়াসি পর্যন্ত দশ কোচের ট্রেনের একটি ট্রায়াল রান হল, যা পুরোপুরি সফল হয়েছে।

এই সময়ে ট্রেনটি বিশ্বের সর্বোচ্চ চেনাব রেলওয়ে সেতুর মধ্য দিয়ে গেল। এই ব্রিজটি প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। এই সেতুর উচ্চতা ৩৫৯ মিটার এবং আইফেল টাওয়ারের উচ্চতা ৩০০ মিটার। ১,৪৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু নির্মাণে ৩০ হাজার মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। সর্বোপরি এটি ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ সহ্য করতে পারে।

   

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ১২টা নাগাদ ট্রেনটি সাংদান থেকে রিয়াসির উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টো নাগাদ ট্রেনটি রিয়াসি স্টেশনে পৌঁছায়। প্রকল্পে কর্মরত কর্মীরা ট্রেনে বসেছিলেন। এ ছাড়া রেলওয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ট্রেন রিয়াসি স্টেশনে পৌঁছতেই ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এদিকে এহেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন। বলা হচ্ছে, রিয়াসি থেকে কাশ্মীরগামী ট্রেন শীঘ্রই চালানো যাবে।  

Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News