ভারতীয় রেলের এই টিকিটের বৈধতা টানা ৫৬ দিন! একবার কাটলেই কেল্লাফতে

ভারতীয় রেল। বিশ্বের চতুর্থ বৃহৎ রেল নেওয়ার্ক। দেশ জুড়ে প্রায় প্রতিদিন প্রায় ২ কোটি মানুষকে গন্তব্যস্থলে নিয়ে যায়৷ এ দেশে রেলপথ রয়েছে ৬৭২৩৮ কিমি। এ…

Indian Railway circular tickets are valid for 56 days, ভারতীয় রেলের এই টিকিটের বৈধতা টানা ৫৬ দিন! একবার কাটলেই কেল্লাফতে

ভারতীয় রেল। বিশ্বের চতুর্থ বৃহৎ রেল নেওয়ার্ক। দেশ জুড়ে প্রায় প্রতিদিন প্রায় ২ কোটি মানুষকে গন্তব্যস্থলে নিয়ে যায়৷ এ দেশে রেলপথ রয়েছে ৬৭২৩৮ কিমি। এ দেশে ট্রেনের যাত্রার জন্য নানান ধরণের টিকিট সংরক্ষণের সুবিধা রয়েছে। যেমন- রিজার্ভেশন, জেনারেল, তৎকাল, কারেন্ট টিকিট বুকিং-এর সুবিধা দেওয়া হয়ে থাকে৷ তবে এই সমস্ত টিকিটের বুকিং-এর বৈধ্যতা একদিনের৷ তবে রিজার্ভেশন টিকিটের বৈধ্যতা ততক্ষণের, যতক্ষণ না ট্রেনটি গন্তব্যে না পৌঁছোয়৷ কিন্তু এমন ট্রেনের টিকিট আছে যার বৈধ্যতা ৫৬ দিন পর্যন্ত বৈধ্য থাকে!

অনেক কম মানুষই জানেন এই টিকিট সম্বন্ধে৷ ভারতীয় রেলের একটি টিকিটে ৫৬ দিন যাত্রা করা যেতে পারে৷ যেখানে বারেবারে টিকিট কাটার কোনও দরকার পড়েনা৷ আলাদা আলাদা রুটে কোনও বিধি নিষেধ ছাড়াই যাত্রা করতে পারেন পরবর্তী ৫৬দিন৷

   

সামান্য লগ্নিতেই বিরাট আয়! যুগান্তকারী উদ্যোগ ভারতীয় রেলের, জানুন আবেদনের নিয়ম

কোনও তীর্থস্থানের জন্য যাত্রীরা সার্কুলার টিকিট কাটতে পারেন৷ এই কারণেই কনফার্ম টিকিট কাটতে হবে৷ সার্কুলার টিকিটের মেয়াদ ৫৬ দিনের৷ যে কোনও শ্রেণির জন্যই এই সার্কুলার টিকিট কাটা যেতে পারে। তবে টিকিটে সর্বাধিক স্টপেজ ৮টি হতে হবে।

স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের কামরা খুঁজে পেতে হিমশিম অবস্থা? একেবারে সহজ সমাধান পূর্ব-রেলের

৫৬ দিনের জন্য বৈধ সার্কুলার টিকিটে আটটি আলাদা স্টেশনে যাত্রা করার সুযোগ থাকবে। সফর করার ক্ষেত্রে আলাদা আলাদা স্টেশনে যাত্রা করার দরকার পড়ে না৷ কিন্তু, সার্কুলার টিকিট কোনও কাউন্টার বা আইআরসিটিসি থেকে বুকিং করা যাবে না৷ সার্কুলার টিকিট কাটার আগে রেলের জোনাল অফিসে আবেদন করতে হবে৷ দিতে হবে তীর্থস্থান যাত্রার বিবরণ। তারপরেই সেই অনুয়ায়ী টিকিট মিলবে।

সময় ও অর্থ- সার্কুলার টিকিট উভয়ই বাঁচায়৷ আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা করে টিকিট কাটলে তাতে খরচ হয় বেশি৷ সেই অনুসারে, বলা যেতে পারে যে সার্কুলার টিকিট সস্তা৷ এর ভাড়া টেলিস্কপিক দরে নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ যেখানে যেখানে যাওয়ার প্ল্যান করছেন তার উপরেই নির্ভরশীল।