নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ এখনই শেষ হয়নি—শুধু বিরতিতে আছে। এমনই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং। সোমবার ইজরায়েলি টেলিভিশন চ্যানেল i24-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা যুদ্ধের শেষ নয়, বরং শুরু হয়েছে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক নতুন দৃষ্টিভঙ্গি—একটা ‘নতুন নর্মাল’।”
অপারেশন সিঁদুর: প্রত্যাঘাতের শুরু
জেপি সিং জানান, ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জন নিরপরাধ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে মারে জঙ্গিরা। এরপরই পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর পাল্টা আঘাত হানে ভারত।
তিনি বলেন, “ভারতের অভিযান ছিল শুধুমাত্র সন্ত্রাসবাদী সংগঠন ও তাদের পরিকাঠামোর বিরুদ্ধে। কিন্তু পাকিস্তান এর জবাবে ভারতীয় সামরিক ঘাঁটি নিশানা করেছিল।”
নূর খান এয়ারবেসে হামলা: ‘গেম চেঞ্জার’ Indian diplomat’s message
১০ মে ভারতের পাল্টা অভিযানে পাকিস্তানের নূর খান এয়ারবেসে হামলা হয়, যেটিকে সিং “গেম চেঞ্জার” বলে উল্লেখ করেছেন। এই হামলার পরই পাকিস্তানের DGMO ভারতের DGMO-র সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, জানালেন তিনি।
যুদ্ধবিরতি চলছে, তবে যুদ্ধ শেষ নয়
বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, জেপি সিং স্পষ্টভাবে বলেন, “আমরা অপারেশন সিঁদুর থামাইনি, শুধু বিরতি নিয়েছি। সন্ত্রাসবাদ রুখতেই হবে। ভারতের অবস্থান এখন স্পষ্ট—যেখানেই জঙ্গি থাকবে, তাকে ধ্বংস করা হবে।”
“রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না”
পাকিস্তানের অভিযোগ, সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) স্থগিত করাকে তারা ‘যুদ্ধের কাজ’ বলে দাবি করেছে। এর জবাবে সিং বলেন, “পাকিস্তান যদি বন্ধুত্বের মূলনীতি না মানে, তাহলে আমরাও আর জল দেব না। আমরা জল ছেড়েছি, ওরা রক্ত বইয়ে দিয়েছে।”
হাফিজ সইদ, লখভি, সাজিদ মীরদের হস্তান্তরের দাবি
সাক্ষাৎকারে জেপি সিং ফের একবার হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি ও সাজিদ মীর-এর হস্তান্তরের দাবি জানান। তিনি বলেন, “আমেরিকা যদি ২৬/১১-র অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে আমাদের হাতে তুলে দিতে পারে, তবে পাকিস্তান কেন সন্ত্রাসবাদীদের ধরিয়ে দিচ্ছে না?”
তিনি বলেন, “আমরা ডসিয়ার দিয়েছি, টেকনিক্যাল ইনপুট দিয়েছি, আমেরিকাও প্রমাণ দিয়েছে। তবুও ওরা খোলা বাজারে ঘুরছে।” পাকিস্তান পহেলগাঁও হামলায় তদন্তের প্রস্তাব দিলেও, সিং তাতে ভরসা রাখছেন না। তিনি বলেন, “মুম্বই, পাঠানকোট, পুলওয়ামার তদন্তের কী হল? ওরা শুধু সময় নষ্ট করে।”
ভারত-ইজরায়েলকে জোট বাঁধার ডাক
সাক্ষাৎকারে সিং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান। “ভারত ও ইজরায়েলের মতো দেশগুলিকে শুধু সন্ত্রাসবাদ নয়, যারা তাকে মদত দেয় তাদের বিরুদ্ধেও জোট বাঁধতে হবে।” শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্ধৃতি দিয়ে জেপি সিং বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সহ্যসীমা শূন্য। সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিবাদ আর বরদাস্ত করা হবে না।”
Bharat: India’s Ambassador to Israel, J.P. Singh, warns Operation Sindur against Pakistan’s terrorism is just paused, not over. He calls it a “new normal” in India’s counter-terrorism strategy after the Noor Khan airbase attack led to a ceasefire.