কংগ্রেসি পরিবার, তবুও বউয়ের হাত ধরে ‘পদ্মে-যোগ’ জাদেজার

Indian cricketer Ravindra Jadeja joins bjp

বাইশ গজে তাঁর লেগস্পিন সামলাতে হিমশিম খেতে হয় তাবড় ব্যাটসম্যানদের। আর ব্যাট হাতেও মিডল অর্ডারে দলের দেশকে জেতানোর একাধির ইনিংস তাঁর ঝুলিতে। তিনি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতীয় ক্রিকেটের এক স্তম্ভ। সম্প্রতি ক্যারিবায়ানে ভারত টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতার পরই টি-টুয়েন্টি থেকে অবসর নেন তিনি। তবে এবার আর ক্রিকেট নয়। রাজনীতিতে যোগ দিয়ে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন। 

Advertisements

‘প্রধানমন্ত্রীর উচিত ক্ষমা চাওয়া’, শিবাজী মূর্তি কাণ্ডে মোদীকে কটাক্ষ রাহুলের

ভারতীয় তারকা এই অলরাউন্ডার যোগ দিলেন বিজেপিতে (BJP)। তাঁর স্ত্রী রিভাবা জাডেজা গুজরাটের জামনগরে বিজেপি (BJP) বিধায়ক। জাড্ডুর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার খবর তাঁর স্ত্রী রিভাবা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। রবীন্দ্রর বাবা অনিরুদ্ধ সিং এবং দিদি নয়নাবা জাডেজা কংগ্রেসের সঙ্গে যুক্ত। বাবা-দিদির ‘হাত’ ছেড়ে এ বার বউয়ের পথ ধরে বিজেপিতে গেলেন রবীন্দ্র। 

‘আপনারা যদি ভারতকে পছন্দ না করেন…’, উইকিপিডিয়াকে ভর্ৎসনা করে তীব্র হুঁশিয়ারি দিল্লি হাইকোর্টের!

২২ গজে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে ঝড় তোলেন রবীন্দ্র জাডেজা। এ বার তিনি নামলেন রাজনীতির ময়দানে। এক্স হ্যান্ডেলে রিভাবা নিজের এবং স্বামী রবীন্দ্র জাডেজার মেম্বারশিপ কার্ডের ছবি শেয়ার করেছেন। কয়েক দিন আগে সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করে বিজেপি। রিভাবা জাডেজা মিডিয়াকে জানিয়েছেন, তিনি এই সদস্যপদ অভিযান নিজের বাড়ি থেকেই শুরু করেছেন। 

Advertisements

‘অভয়া’ কাণ্ডের পরই পূর্ত বিভাগকে ঘর ‘সংস্কারে’র চিঠি দেন সন্দীপ, নয়া তথ্যে চাঞ্চল্য

২০২২ সালে বিজেপির টিকিটে জামনগর (উত্তর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja) ভোটে জিতেছিলেন। সেই ২০১৯ সাল থেকে বিজেপি করছেন রিভাবা। এবার তাঁর ডাকেই সাড়া দিয়ে পদ্মশিবিরে এলেন জাদেজাও।