ভারতীয় সেনার পোষ্যদের কামাল! চারপেয়ীদের দায়িত্বে প্যারিস অলিম্পিক্সের সুরক্ষা

প্যারিস অলিম্পিক্সের সুরক্ষা ভারতের হাতে! থাকছে বিশেষ প্রশিক্ষিত কুকুর থেকে আধাসামরিক বাহিনী। তাই এক কথায় বলা যেতে পারে প্যারিস অলিম্পিক্সের সুরক্ষার দায়িত্বে। একটি ইংরেজি দৈনিকের…

indian dog breed

প্যারিস অলিম্পিক্সের সুরক্ষা ভারতের হাতে! থাকছে বিশেষ প্রশিক্ষিত কুকুর থেকে আধাসামরিক বাহিনী। তাই এক কথায় বলা যেতে পারে প্যারিস অলিম্পিক্সের সুরক্ষার দায়িত্বে। একটি ইংরেজি দৈনিকের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, বেলজিয়ান ম্যালিনোইস প্রজাতির কুকুরের ১০টি দল থাকছে প্যারিস অলিম্পিক্সের বিশেষ পাহাড়ায়।

যোগীকে কোণঠাসা করতে উত্তরপ্রদেশ থেকেই সভাপতি চাইছেন মোদীরা?

   

খবরের ভিত্তিতে আরও জানা গিয়েছে যে প্যারিস অলিম্পিক্সে সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের আধাসামরিক বাহিনীকেও। প্রতিযোগিতার সময় বিভিন্ন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব থাকবেন তাঁরা। ভারতীয় আধাসামরিক বাহিনীর ১০টি বিশেষ দল প্যারিসে পাঠানো হয়েছে। ভারতের সশস্ত্র বাহিনীর অন্তর্গত সিআরপিএফ, সশস্ত্র সীমা বল, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও অসম রাইফেলসের জওয়ানেরা এই ১০টি দলে রয়েছেন। ভারত ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে এই বিশেষ দল তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

BJP West Bengal: সৌমিত্রর নজরে ‘ব্যর্থ মুখ’ কে? কাকে সরানোর পক্ষে রায় বিষ্ণুপুরের সাংসদের!

প্রসঙ্গত ভারতের এই কম্যান্ডো কুকুরেরা সাধারণত বোমা ও আইইডি শনাক্ত করার কাজ করে থাকে। ভারতে নকশাল-বিরোধী অভিযানেও এই কুকুরদের কাজে লাগানো হয়। ঘ্রাণশক্তির জন্য বিখ্যাত কুকুরদের এই বাহিনী পৌঁছে গিয়েছে প্যারিসে। ঙ্গি গোষ্ঠী আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ঠিকানার খোঁজ আমেরিকার সেনাবাহিনীকে দিয়েছিল এই প্রজাতির কুকুরেরাই।

আরও জানা গিয়েছে যে ২০১১ সালে পাকিস্তানের আবোটাবাদে লাদেনের ঠিকানা খুঁজে বার করার জন্য এই প্রজাতির কুকুরদের ব্যবহার করা হয়েছিল। এই প্রজাতির কুকুরদের বৈশিষ্ট্য হল, এরা সন্দেহপ্রবণ কাউকে দেখলে চিৎকার করে না। মাথা নেড়ে নিরাপত্তারক্ষীদের বুঝিয়ে দেয়।