ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (আলফা স্বাধীনতা)-এর চারটি শিবিরে ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই সংগঠনটির মূল নেতা পরেশ বড়ুয়া আন্তর্জাতিক জঙ্গি নেতা। ভারত সরকারের নজরে মোস্ট ওয়ান্টেড। ভারত সীমান্তের লাগোয়া মায়ানমারের থাকা জঙ্গি শিবিরগুলি তছনছ।
অসমে একাধিক নাশকতা ও গণহত্যায় জড়িত পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন আলফা সংগঠন। জঙ্গি সংগঠন আলফার যারা আলোচনাপন্থী তারা এখন সরকারের নজরবন্দি। তবে প্রধান নেতা পরেশ বড়ুয়া মায়ানমার ও চিনের সীমান্ত এলাকায় থাকে। তার সঙ্গে একাধিকবার শান্তি আলোচনার প্রসঙ্গ উঠলেও সেটি কার্যকর করা যায়নি।
India Today Ne জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী মায়ানমার ভূখণ্ডের ভিতরে থাকা এই জঙ্গি শিবিরগুলোর ওপর একটি শক্তিশালী সীমান্ত-পার হওয়া অভিযানে প্রায় ১০০টি ড্রোন ব্যবহার করে অত্যন্ত নির্ভুলভাবে হামলা চালায়। একটি সূত্রের দাবি, এই হামলায় উলফার একাধিক সদস্য নিহত হয়েছে।
সূত্র মারফত India Today Ne জানাচ্ছে, আলফা সামরিক শাখার একজন শীর্ষস্থানীয় কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম, নিহতদের মধ্যে থাকতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলফা-আই স্বঘোষিত কর্নেল গণেশ লাহন ওরফে গণেশ অসম এই ড্রোন হামলায় নিহত। এই বিমান হামলাকে সাম্প্রতিক সময়ে সীমান্তপারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতীয় বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক জানান, এ ধরনের কোনও অভিযানের বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। ভারত সরকার বা সেনাবাহিনীর তরফ থেকে এই অভিযানের বিষয়ে কোনও সরকারি স্বীকৃতি পাওয়া যায়নি।