Indian Army: ‘ভারতীয় সেনার পক্ষেই সম্ভব’, মূক-বধিরদের জন্য উৎসবের আয়োজন

কিছু দিন আগেই খবর মিলেছিল জম্মু কাশ্মীরের একটি গ্রামকে দত্তক নিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। বিস্ময়কর ভাবে সেই গ্রামের বহু মানুষ মূক অথবা বধির। তাঁদের নিয়েই এক উৎসবের আয়োজন করা হয়েছিল। ভারতীয় সেনার উদ্যোগে প্রান্তিক গ্রামবাসীদের নিয়ে যাওয়া হয়েছিল উৎসবে।

সেনার প্রতি কৃতজ্ঞ গ্রামবাসীরা। ৪৫ বছর বয়সী রহমান আলি স্যালুট জানিয়েছেন জওয়ানদের। তিনি ভালো করে কথা বলতে পারেন না । তাই ইশারার মাধ্যমে বুঝিয়েছেন তাঁর মনের ভাব। 

   

ভালেসা ব্লক ডেভলপমেন্ট কাউন্সিল চেয়ারম্যান মহম্মদ হানিফ সংবাদ মাধ্যমে বলেছেন, ‘সমাজে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য যে কিছু করা সম্ভব সেটা একমাত্র ভারতীয় সেনা ভাবতে পেরেছে।’

এর আগে গ্রামবাসীরা চেনা গণ্ডীর বাইরে কোথাও যাননি বলে জানা গিয়েছে। ফলত গ্রাম থেকে দূরে উৎসবে যোগ দিয়ে তাঁরাও খুব খুশি। ১৩৭ কিলোমিটার দূরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গ্রামের ৩৭ জন। 

মাসখানেক আগে ডোডা জেলা দাড়হাকি গ্রামবাসীদের মধ্যে বিশেষ যন্ত্র বিতরণ করেছিল সেনা। যার সাহায্যে শ্রবণশক্তিহীন ব্যাক্তিদের পাশে দাঁড়িয়েছিল ইন্ডিয়ান আর্মি। এরপর গ্রামটিকে দত্তক নেয় রাষ্ট্রীয় রাইফেলস। পাহাড়ের ওপর অবস্থিত এই গ্রামে রয়েছে ১০৫ টি পরিবারের বসত। অধিবাসী অধ্যুষিত এই গ্রামের ৫৫ টি পরিবারে রয়েছে শারীরিক সমস্যা। বাড়ির কেউ বোবা অথবা শ্রবণশক্তিহীন। বিশেষভাবে সক্ষম ব্যাক্তির সংখ্যা ৭৮। যার মধ্যে মহিলা ৪১ জন। এবং ৩ থেকে ১৫ বয়সীদের সংখ্যা ৩০।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন