Indian Army : ২০ বছরের দারিদ্র্যতা ঘোচাতে গ্রামবাসীদের পাশে ভারতীয় সেনা

প্রায় দু’দশকের অন্ধকার। বছরের পর বছর দারিদ্রতার মধ্যে দিন গুজরান করে চলেছেন আসামের সিঙ্গিমারি গ্রামের বাসিন্দারা। তাঁদের জীবনের মূল স্রোতে ফেরাতে পাশে দাঁড়ালেন ভারতীয় জওয়ানরা…

Indian Army

প্রায় দু’দশকের অন্ধকার। বছরের পর বছর দারিদ্রতার মধ্যে দিন গুজরান করে চলেছেন আসামের সিঙ্গিমারি গ্রামের বাসিন্দারা। তাঁদের জীবনের মূল স্রোতে ফেরাতে পাশে দাঁড়ালেন ভারতীয় জওয়ানরা (Indian Army)। 

Advertisements

মহিলাদের ক্ষমতায়নের জন্য রেড হর্নস বিভাগের পানবাড়ি ব্যাটালিয়ন বৃহস্পতিবার অপারেশন ‘সদভাবনা’র অধীনে কোকরাঝাড় জেলার সিঙ্গিমারি গ্রামে ১০ টি হ্যান্ডলুম মেশিন সরবরাহ করেছে বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের হতে মেশিন তুলে দেওয়ার ছবি ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে সামাজিক মাধ্যমে। 

   

কোকরাঝাড়ের মূল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত সিঙ্গিমারি গ্রাম। আধুনিক শহুরে জীবন থেকে দূরে দুই দশকেরও বেশি সময় রয়েছে গ্রামটি। সেখান থেকে অশান্তির খবর উঠে আসে মাঝেমধ্যে। স্থানীয় বাসিন্দাদের জীবনে সমস্যা রয়েই গিয়েছে। গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম দারিদ্র্যতা। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল সিঙ্গিমারি গ্রামের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ক্ষমতায়ন করা। এই ভাবনা থেকেই সেনার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ। মহিলাদের মোট ১০টি হ্যান্ডলুম মেশিন দেওয়া হয়েছে বলে মিডিয়া রিপোর্টে প্রকাশ।

জওয়ানদের পাশে পেয়ে গ্রামের মধ্যে অন্যতম নিরোপামা বর্মন বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগ অবশ্যই আমার পরিবার ও অন্যদের জন্য আর্থিক স্থিতিশীলতা বয়ে আনবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতী মহকুমার এসডিও (সিভিল) সতীশ কুমার ঠাকুর ও মহামায়া উন্নয়ন ব্লকের বিডিও ধ্রুবজ্যোতি হাতিবরুয়া।

 

Advertisements