উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচান, গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান

Police Kill Two Female Naxals in Maharashtra’s Gadchiroli District
Police Kill Two Female Naxals in Maharashtra’s Gadchiroli District

শ্রীনগর: পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের বড়সড় অনুপ্রবেশ প্রচেষ্টা ও ‘বর্ডার অ্যাকশন টিম’ (BAT)-এর হামলা নস্যাৎ করল ভারতীয় সেনা। ১২ ও ১৩ অগাস্টের মধ্যরাতে বারামুলার উরি সেক্টরের টিক্কা পোস্ট সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LoC)-র কাছে ঘটে এই ঘটনা (Indian Army foils infiltration attempt)।

সেনা সূত্রে খবর, ১৬ শিখ LI (০৯ বিহার অ্যাডভান্স পার্টি)-র আওতাধীন এবং উরি থানার অধিক্ষেত্রে থাকা ফরোয়ার্ড পোস্টে হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। কিন্তু সতর্ক জওয়ানরা পাল্টা জবাব দিয়ে অনুপ্রবেশ ব্যর্থ করে দেন। সঙ্গে সঙ্গেই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।

   

গোটা ঘটনায় সাহসিকতার সঙ্গে লড়াই করতে গিয়ে শহিদ হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বনোথ অনিল কুমার। বারামুলায় শহিদের খবর জানিয়ে ভারতীয় সেনা সামাজিক মাধ্যমে গভীর শোকপ্রকাশ করেছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও সেনাবাহিনীর সকল সদস্য শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানান।

এ ঘটনার মধ্যেই চলছে দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বৃহৎ অভিযান ‘অপারেশন আখাল’। ১ অগাস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যেই পাঁচেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এর আগে ৯ম দিনে শহিদ হয়েছিলেন ল্যান্স নায়েক পৃতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং।

উল্লেখ্য, ‘অপারেশন আখাল’ শুরু হয়েছিল ‘অপারেশন মহাদেব’-এর সাফল্যের পর, যেখানে লস্কর-ই-তইবার জঙ্গিদের নিকেশ করা হয়েছিল। তার পরদিন, ২৯ জুলাই, ‘অপারেশন শিব শক্তি’-তে আরও দুই জঙ্গিকে হত্যা করে সেনা।

ভারতীয় সেনার কড়া নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া এই হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে, তবে সীমান্তে পাকিস্তান-সমর্থিত জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন